শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

নিউইয়র্ক সিনেটে টুপি হিজাব আইনসিদ্ধ

প্রতিদিন ডেস্ক

হিজাব, টুপি, টারবান, পায়জামা-পাঞ্জাবি আইনসিদ্ধ হলো নিউইয়র্ক অঙ্গরাজ্যের কর্মস্থলে। মঙ্গলবার এমন একটি বিল সর্বসম্মতভাবে পাস হলো নিউইয়র্ক স্টেট সিনেটে। উপস্থিত ৬০ সিনেটরের সবাই ভোট দেন এ বিলে (এস৪০৩৭)। উল্লেখ্য, গত মাসে অনুরূপ একটি বিল পাস হয়েছে স্টেট অ্যাসেম্বলিতে। সেটি উত্থাপন করেছিলেন জ্যামাইকা নির্বাচনী এলাকার অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন। আর সিনেটে উত্থাপন করেন একই এলাকার স্টেট সিনেটর জন ল্যু। উভয় বিল যাবে স্টেট গভর্নরের স্বাক্ষরের জন্যে।

তিনি স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। আরও উল্লেখ্য, এমন একটি বিল সর্বপ্রথম স্টেট পার্লামেন্টে উঠেছিল ২০১১ সালে। কিন্তু রিপাবলিকানদের আপত্তির জন্য তা কখনোই স্টেট সিনেটে পাস হতে পারেনি। গত বছরের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক স্টেট পার্লামেন্টের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পায় ডেমোক্র্যাটরা।

স্টেট সিনেট লবিতে এই বিল নিয়ে ভোটাভুটির সময় ছিলেন বিপুলসংখ্যক বাংলাদেশি। তারা দেন-দরবারের মধ্য দিয়েই তা পাস করাতে সক্ষম হন বলে এ সংবাদদাতাকে জানালেন কমিউনিটি লিডার মাজেদা এ উদ্দিন।

সর্বশেষ খবর