শিরোনাম
শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জয়পুরহাটে বাস খাদে নিহত ৮

চার জেলায় নিহত আরও ৪

প্রতিদিন ডেস্ক

জয়পুরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে শিশু, নারীসহ ৮ জন নিহত হন। আহত হয়েছেন আরও ২১ জন। এ ছাড়া দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু, নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

জয়পুরহাট : জয়পুরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে বগুড়া থেকে জয়পুরহাটগামী এমপি পরিবহন সদর উপজেলার বানিয়াপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ শিশু ও ৫ নারী মারা যান। ফায়ার সার্ভিস দল দ্রুত এসে আহতদের উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। নিহতরা হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমবাড়ী গ্রামের আবদুল জলিলের মেয়ে শারমিন (১৭), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামের হুমায়ুন কবিরের শিশুকন্যা হুমাইরা (৭), রতনপুর গ্রামের শামসুদ্দিনের স্ত্রী জাকিয়া খাতুন (৬৫), কালাই উপজেলার কাদিরপুর গ্রামের আবু বকরের স্ত্রী হেনা খাতুন (৩৮), রংপুরের পীরগঞ্জ উপজেলার আলমপুর গ্রামের দিলিপ হেমব্রমের মেয়ে রিটা মুনমুন (১৬)। অন্য ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। মেহেরপুর : গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষক সিদ্দিক (৬৫) মারা গেছেন। স্থানীয়রা ট্রাক ও হেলপার জহুরুলকে আটক করে পুলিশে দিয়েছে। নিহত সিদ্দিক হাড়িয়াদহ গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে। নারায়ণগঞ্জ : বন্দর উপজেলায় মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় ফরিদ আহমেদ (৩৮) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মালিবাগে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ আহমেদ হবিগঞ্জের চুনারুঘাটের মৃত মানিক জমাদারের ছেলে। তিনি কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ছিলেন। নেত্রকোনা : নেত্রকোনায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জাহেরা আক্তার (৫৫) নামে এক আনসার ভিডিপি কর্মকর্তা নিহত হয়েছেন। সুনামগঞ্জ : গতকাল সকাল ১০টায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে মোটরসাইকেলের ধাক্কায় শুক্কুর বানু (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের লঙ্কাপাথারিয়া গ্রামে।

জানা যায়, উপজেলার লঙ্কাপাথারিয়া গ্রামের শুক্কুর বানু গতকাল সকালে হাসপাতালে ভর্তি থাকা তার এক আত্মীয়কে দেখতে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে যাত্রা করেন। সকাল ১০টার দিকে হাসপাতালের সামনের সড়কে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।

সর্বশেষ খবর