শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

উত্ত্যক্তের প্রতিবাদে ইমামের ওপর তিন নারীর হামলা!

চাঁদপুর প্রতিনিধি

উত্ত্যক্ত করায় চাঁদপুরের ফরিদগঞ্জে মসজিদে ঢুকে ইমামের ওপর হামলা করেছেন তিন নারী। বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার রূপসা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার মসজিদের ইমাম সায়েদ আহাম্মদের ওপর হামলা চালানো হয় । জানা যায়, ফজরের নামাজ শেষে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বোরকা পরা তিন নারী ইমামের চোখে মরিচের গুঁড়া ও লাঠি দিয়ে শরীরে আঘাত করতে থাকে। এ সময় মুসল্লিরা ওই তিন নারীকে মসজিদে আটকে রাখেন। আর ইমামকে লোকজন পার্শ্ববর্তী রায়পুর সদর হাসপাতালে নিয়ে যান। এদিকে, হামলাকারীদের বিচার দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। হামলায় অভিযুক্তরা মসজিদ কমিটির সভাপতির ছোট ভাই নুরুল আমিনের মেয়ে বলে  ছেড়ে দেওয়া হয়েছে এ খবরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। নুরুল আমিন বলেন, ‘ইমাম বহুদিন ধরে এলাকার বখাটেদের নিয়ে আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে মসজিদ কমিটির সভাপতির কাছে নালিশ করেছিলাম।  কিন্তু প্রতিকার পাইনি।  হামলার ঘটনা স্বীকার করে তিনি বলেন, ‘ইমাম বিভিন্নভাবে হয়রানি করেছে, এটার বিচার তো কেউ করলেন না। তারা আমার মেয়েকে মারধর করেছে। আমার মেয়েকে নিয়ে বর্তমানে হাসপাতালে আছি।’ স্থানীয়রা বলেন, ‘গ্রামের নুরুল আমিনের মেয়েরা মসজিদের ইমামের ওপর হামলা করেছে। তাদের পুলিশে  দেওয়া উচিত ছিল। কারণ তারা জঙ্গিদের মতো ইমামকে মারধর করেছে। তাদের উপযুক্ত বিচার না হলে সমাজে অপরাধ আরও বেড়ে যাবে।’ মসজিদের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘ইমাম নুরুল আমিনের মেয়েকে বহুদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। আমি ইমামকে চলে যেতে বললে তিনি চলে যান। কিছুদিন পর মসজিদের কিছু লোকজন তাকে আবার নিয়ে আসেন।’ ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব বলেন, খবর নিয়ে আমরা জেনেছি, নারীদের মধ্যে রিনি (২৫) নামের একজনের ছোট ভাইকে ইমাম পড়াতেন। এর মধ্যে তাকে উত্ত্যক্ত করত। এই নিয়ে স্থানীয়রা শালিস বসার কথা ছিল। বর্তমানে আহত রিনি চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ খবর