রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

লক্ষ্মীপুরে সাত সন্তানের জন্ম

একে একে চলে গেল সবাই

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে একসঙ্গে ৭ সন্তান প্রসব করেছেন নাজমা আক্তার নামের এক নারী। এ বিরল ঘটনার পর মা সুস্থ থাকলেও কোনো নবজাতককেই বাঁচাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার মধ্য রাতে পৌর শহরের সিটি হাসপাতালে (প্রা.) স্বাভাবিক প্রসবের মাধ্যমে ৪টি কন্যা সন্তান ও ৩টি ছেলে সন্তানের জন্ম দেন ওই নারী। এ খবর ছড়িয়ে পড়লে একনজর দেখতে হাসপাতালে ভিড় করেন স্থানীয়রা। প্রসূতি ১৮ বছর বয়সী নাজমা সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পাটোয়ারী বাড়ির কৃষক রাজু আহমদের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়,  রাত ১০টার দিকে প্রসব বেদনা নিয়ে শহরের সিটি হাসপাতালে ভর্তি হন ৫ মাসের অন্তঃসত্ত্বা মা নাজমা আক্তার। মধ্য রাতে স্বাভাবিকভাবে একের পর এক ৭ সন্তান প্রসব করেন তিনি। জন্ম নেওয়ার এক ঘণ্টার মধ্যেই ওই ৭ নবজাতক মারা যায়। এ ঘটনায় প্রসূতি ও স্বজনরা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

তবে সিটি হাসপাতালের চিকিৎসক রাকিবুল হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘৭ সন্তান জন্মের ঘটনা বাংলাদেশে এই প্রথম। এতগুলো বাচ্চা মায়ের ধারণক্ষমতার বাইরে থাকায় অপরিপক্ব সময়ে প্রসব ব্যথা ওঠে। এ কারণে জন্ম নেওয়া কোনো নবজাতককেই বাঁচাতে পারিনি। তবে মা সুস্থ আছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর