শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে হিমশিম পুলিশ

এলোমেলো হাঁটলে এক ঘণ্টা কাউন্সেলিং

নিজস্ব প্রতিবেদক

এলোমেলো হাঁটলে এক ঘণ্টা কাউন্সেলিং

ফুটওভার ব্রিজ ব্যবহার না করে বিশৃঙ্খলভাবে হাঁটায় পথচারীদের গতকাল সচেতনতামূলক কাউন্সেলিং করেন পুলিশ কর্মকর্তারা -বাংলাদেশ প্রতিদিন

ফুটওভার ব্রিজ ব্যবহার না করে এলোমেলোভাবে চলাফেরা করলেই এক ঘণ্টার কাউন্সেলিং করাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। কাউন্সেলিংয়ের আওতায় নিয়ে আসা হচ্ছে ফুটপাথ ছাড়া এলোমেলোভাবে চলাচলকারী পথচারীদেরও। গতকাল বিকালে এমনই দৃশ্য চোখে পড়ল রাজধানীর বনানী ক্রসিংয়ে। দেখা গেল, ট্রাফিক পুলিশের সদস্যরা যথেচ্ছভাবে রাস্তা পার হচ্ছেন এমন অনেককে নিয়ে যাচ্ছেন পাশেই গুলশান ট্রাফিক জোনের সহকারী কমিশনারের (এসি) অফিসে। সেখানে দেখা যায়, অন্তত ৪০ জন লোককে রাখা হয়েছে। কিছু সময় পরই উপকমিশনার (ডিসি, উত্তর) প্রবীর কুমার রায় তাদের কাউন্সেলিং করাবেন। বিকাল সোয়া ৫টার দিকে সেই কক্ষে প্রবেশ করলেন ডিসি প্রবীর কুমার রায় ও এসি (গুলশান) এস এম মইনুল ইসলাম। অনেকেই নিজেদের ব্যস্ততা দেখিয়ে উঠে যেতে চাইলে ডিসি তাদের বলছিলেন, ‘এখন মাত্র এক ঘণ্টা বসিয়ে কাউন্সেলিং করা হচ্ছে। এতে কাজ না হলে কিছুদিন পর সকাল-সন্ধ্যা, তাতেও কাজ না হলে সপ্তাহব্যাপী কাউন্সেলিং করানো হবে।’

পরে এই প্রতিবেদকের সঙ্গে আলাপে ডিসি প্রবীর কুমার রায় বলেন, ‘এই ডিভিশনের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নগরবাসীকে একটু স্বস্তি দিতে। আইনের কঠোর প্রয়োগের সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা বৃদ্ধ, অটিস্টিক, অন্ধ ও প্রসূতি মায়েদের জন্য বিশেষ সহানূভূতি প্রদর্শন করেন। তাদের অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সদস্যরাই রাস্তা পারাপারে সহায়তা করেন।’

তিনি আরও বলেন, ‘আজই আমাদের ছয়টি জোনকে একটি করে কুড়াল ও একটি করাত দেওয়া হয়েছে। সম্প্রতি দেখা গেছে, একটু ঝড় হলেই রাস্তায় বড় বড় গাছ ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এ কারণে আমার প্রতিটি জোনকে এক সেট কুড়াল ও করাত দিয়েছি।’

প্রসঙ্গত, জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ, সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধে ১৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সারা দেশে ‘ট্রাফিক পক্ষ’ ঘোষণা করেছে পুলিশ সদর দফতর।

সর্বশেষ খবর