শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
মালামাল সরানোর সুযোগ

বিজিএমইএ ভবন ফের সিলগালা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলের একাংশে গড়ে ওঠা তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের মালামাল সরিয়ে নিতে সময় দেওয়ার পর ফের ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে।

ভবনে অবস্থানরত অফিস মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউক গতকাল বিকাল পর্যন্ত ভবন থেকে মালামাল সরিয়ে নেওয়ার সময় বেঁধে দেয়। এরপর বিকাল পৌনে ৬টার দিকে ফের ভবনটি সিলগালা করে দেওয়া হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে রাজউক কর্মকর্তারা ভবনটি সিলগালা করেন। এর আগে ১৬ এপ্রিল ওই ভবন সিলগালা করে রাজউক। তার আগে ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভবন থেকে মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় দেয় রাজউক। এরপর ভবন সিলগালা করা হয়। পরে বিজিএমইএ ও ভবনে থাকা অফিস মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল দিনভর মালামাল সরিয়ে নেওয়ার জন্য ফের সময় দেয় রাজউক। ফের সুযোগ দেওয়া সম্পর্কে রাজউকের পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান সাংবাদিকদের জানান, ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তালা খুলে দেওয়া হয়। ভবনটি ভাঙার আগ পর্যন্ত যদি কোনো মালামাল থাকে এবং কেউ যদি লিখিত আবেদন করে, তাহলে তা সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে। উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছরের আইনি জটিলতা কাটিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বিজিএমইএ ভবনে থাকা অফিস সরানোর সময় শেষ হয় ১২ এপ্রিল। কিন্তু বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটি শেষে ভবনটি ভাঙার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয় গত মঙ্গলবার। ওইদিন সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভবনের প্রতিষ্ঠানগুলোকে মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার পর ভবনের বিভিন্ন প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর