শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নবম শ্রেণির বাংলা প্রশ্নে দুই পর্নো তারকার নাম!

নিজস্ব প্রতিবেদক

ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী (এমসিকিউ) প্রশ্ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্নে অপশনে দুই পর্নোতারকার নাম উল্লেখ করা হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

গতকাল এ প্রশ্নে প্রথম সাময়িক পরীক্ষা নেওয়া হয়েছে। দেখা গেছে, ৮ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘আম-আঁটির-ভেঁপু’ কার রচিত?’। এই প্রশ্নের সম্ভাব্য উত্তরের একটি নাম পর্নোতারকা ‘সানি লিয়ন’ দেওয়া হয়েছে। এ ছাড়া ২১ নম্বর প্রশ্নে ‘রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?’ প্রশ্নটির সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া হয়েছে, তার মধ্যে একটিতে রয়েছে পর্নোতারকা ‘মিয়া কালিফা’র নাম। এ ছাড়া ৪ নম্বর প্রশ্নে ‘প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?’ প্রশ্নের একটি অপশনে ‘ঢাকার বলধা গার্ডেনে’ লেখা হয়েছে। এ ছাড়াও বানানসংক্রান্ত নানা ভুল লক্ষ্য করা গেছে প্রশ্নটিতে। ভুল ও বিতর্কিত এসব প্রশ্নে বিব্রত হয়েছেন শিক্ষার্থীরাও। তবে রামকৃষ্ণ মিশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় প্রকাশ সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এটি অনিচ্ছাকৃত ভুল। আমরা বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না।’ প্রশ্ন প্রণয়নের সঙ্গে জড়িত শিক্ষককে শাস্তির আওতায় নেওয়ার কথা জানান তিনি।

সর্বশেষ খবর