শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

কৃত্রিম পা পেলেন সেই রাসেল

সাভার প্রতিনিধি

কৃত্রিম পা পেলেন সেই রাসেল

বাস চাপায় পা হারানো সেই রাসেল সরকারকে কৃত্রিম পা দিয়েছে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্র সিআরপি। গতকাল সকালে কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান ডা. মোহাম্মদ শফিকের তত্ত্¡াবধানে বিনামূল্যে   এ পা   সংযোজন করা হয়। রাসেল সরকার গত ১১ এপ্রিল সাভার সিআরপিতে ভর্তি হন। কয়েক দফা ডাক্তারি পরীক্ষা শেষে এ পা সংযোজন করা হয়। নতুন পা স্বাভাবিকভাবে ব্যবহারে আরও প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে। এ সময় পর্যন্ত নতুন পা দিয়ে তাকে চলাফেরা করানোসহ দৈনন্দিন কাজের অনুশীলন করানো হবে। নতুন পা পেয়ে রাসেল সরকার বলেন, আমি অনেক খুশি। পা লাগানোর পর আমার আগের জীবনের কথা মনে পড়ছে। আমি এখন আগের মত হাঁটতে পারব। তিনি উল্লেখ করেন, সুযোগ দেওয়া হলে আমি আমার নিজের কাজের জায়গায় আবার ফিরে যেতে চাই। সিআরপিতে এসে নতুন জীবন খুঁজে পেয়েছি। তাই সিআরপি ও এই সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীকে কৃতজ্ঞতা জানাই। সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান ডা. মোহাম্মদ শফিক ও ফিজিওথেরাপি বিভাগের ইনচার্জ ফারজানা শারমিন বলেন, রাসেলের এ দুর্ঘটনার পর মানবতার তাগিদে সবাই এগিয়ে এসেছেন, আমরাও আমাদের তরফ থেকে তার সাহায্যে কিছু করার চেষ্টা করেছি। রাসেলকে আমাদের এখানে যে ধরনের সুবিধা  দেওয়া সম্ভব- আমরা তাকে সব ধরনের সুবিধা দিয়ে যাব। সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কৃত্রিম পা  সংযোজনের ফলে রাসেল তার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। তার পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা রাসেল সরকার রাজধানীর আদাবরে একটি ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালাতেন। ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে বাকবিতন্ডার  জেরে গ্রিনলাইন পরিবহনের বাসের চালক ক্ষিপ্ত হয়ে রাসেলকে চাপা দেন। এতে শরীর থেকে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

সর্বশেষ খবর