রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শাহজালালে কনভেয়ার বেল্ট বিকল যাত্রীদের হৈচৈ, বিলম্বে চার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকৌশলীদের চরম অবহেলা ও উদাসীনতায় হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের বহির্গমন শাখার একটি বেল্ট সাময়িকভাবে বিকল হওয়ায় বিমানসহ কয়েকটি ফ্লাইট বিলম্বের শিকার হয়। সময়মতো চেকইন করতে না পারায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে হৈচৈ করেন। অভিযোগ পেয়ে সিভিল এভিয়েশনের প্রকৌশলীরা এ ত্রুটি সারানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। গতকাল বিকালে এ ঘটনার সময় যাত্রীরা একপর্যায়ে মারমুখী হয়ে ওঠেন। পরিস্থিতি শান্ত করতে প্রকৌশলীরা ছুটে যান। যাত্রীদের চিৎকার করে প্রধান প্রকৌশলীর নাম ধরে গালাগাল করতে শোনা যায়। জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, বারবার একই কা  ঘটছে। এর আগেও একবার একই বেল্ট নষ্ট হয়েছিল। তখন বিষয়টি সিভিল এভিয়েশনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণেই আবার বিকাল ৪টা ৪০ মিনিটে হঠাৎ রো-ডি কাউন্টারের বেল্ট বিকল হয়ে পড়ে। তখন চলছিল বিমানের কলকাতার ফ্লাইটের চেকইন। বেল্ট না ঘোরায় সব লাগেজ জট লেগে যায়। সেগুলো ম্যানুয়ালি ট্রলিতে করে নিয়ে যাওয়া হয় রো-ডিতে। ওখানে তখন চলছিল কাতার ও স্পাইস জেটের কাজ। লাগেজ বেল্ট না ঘোরায় যাত্রীরাও কিছুটা অশান্ত হয়ে চেঁচামেচি শুরু করেন। আমি তাৎক্ষণিক সিভিল এভিয়েশনকে অবহিত করার পর দ্রুত লোকজন এসে ঠিক করে। ঘণ্টাখানেক পর বেল্ট চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে এই এক ঘণ্টা একটি বেল্ট বিকল থাকায় বিমানের দুবাই, কুয়েত, জেদ্দা ও কলকাতার সময়সূচিতে কিছুটা বিলম্ব ঘটে। লক্কড়ঝক্কড় মার্কা এসব বেল্ট পরিবর্তন না করলে সামনের দিনগুলোতে আবারও একই সমস্যা দেখা দিতে পারে।

সর্বশেষ খবর