বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় দ্রৌপদী পরম্পরা

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় দ্রৌপদী পরম্পরা

নাটকের দল থিয়েটার (আরামবাগ) শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে তাদের নিজস্ব প্রযোজনার নাটক ‘দ্রৌপদী পরম্পরা’।

গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। মহাভারত অবলম্বনে নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন প্রবীর দত্ত। মহাভারতে দ্রৌপদী যে কথাগুলো বারবার বলতে চেয়েও বলতে পারেনি, বর্তমানে যদি দ্রৌপদী সেই না বলা কথাগুলো বলতে চান? এ নাটকে যেন দ্রৌপদী সেই অপ্রিয় সত্য কথাগুলোই বলেন যুক্তিসহকারে। মহাভারতে দ্রৌপদীকে যেভাবে নিগৃহিত হতে হয়েছে সেই চিত্র উন্মোচনের মাধ্যমে অব্যক্ত ও অপ্রিয় সত্য উঠে এসেছে নাটকটিতে। নাট্যকার মহাভারতের আলোকেই দ্রৌপদীর প্রাণ প্রতিষ্ঠা করেছেন নাটকে। তবে আখ্যানটি বিস্তৃত হয়েছে মহাভারত থেকে বর্তমান সময় পর্যন্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা আক্তার, আকেফা আলম, ইউশা আনতারা প্রপা, রফিকুল ইসলাম, শংকর চন্দ্র সরকার, লেনিন ফিরোজী, প্রবীর দত্ত প্রমুখ।

সর্বশেষ খবর