বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

১২ জনকে আসামি করে হত্যা মামলা

লক্ষ্মীপুরে আগুনে দগ্ধ তরুণীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

স্ত্রীর স্বীকৃতি চাইতে এসে কেরোসিনের আগুনে দগ্ধ শাহিন আক্তারের মৃত্যুর ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগর থানায় হত্যা মামলা হয়েছে। সোমবার রাতে নিহতের পিতা জাফর উদ্দিন বাদী হয়ে সালাউদ্দিনকে প্রধান আসামি করে এ মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করা হয়। এ ঘটনায় ইতিপূর্বে আটক সালাউদ্দিনের দুই ভাই মো. আলাউদ্দিন ও আবদুর রহমান বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য হাফিজ উদ্দিন ও চৌকিদার আবু তাহেরকেও আসামি  করা হয়। তবে মামলার প্রধান আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতের বাবা ও মামা এ ঘটনার বিচার দাবি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ওসি ইকবাল হোসেন বলেন, ৪ জনকে আমরা গ্রেফতার করেছি। প্রধান আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে। প্রসঙ্গত: কেরোসিনের আগুনে দগ্ধ তরুণী শাহীনুরের সোমবার বেলা ১১টায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এর আগে রবিবার কমলনগর উপজেলার চরফলকন গ্রামে একটি সয়াবিন খেতের ভিতর থেকে গায়ে আগুন লাগা অবস্থায় দৌড়ে বের হয়ে এলে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর আগে শাহিনুর গণমাধ্যমকর্মীদের বলেন, তার স্বামী সালাহ উদ্দিন তাকে স্ত্রীর মর্যাদা না দিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। চট্টগ্রামের রাউজান উপজেলার সোনাগাজী গ্রামের জাফর উদ্দিনের মেয়ে শাহীন।

সর্বশেষ খবর