বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
ডিবি পরিচয়ে চালককে হত্যার অভিযোগ

বিচার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে বাস চালককে পিটিয়ে হত্যার অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রামের শ্রমিক সংগঠনের নেতারা। এর মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল বিকালে পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথ সভা শেষে এ কর্মসূচি দেওয়া হয়। শ্যামলী পরিবহন বাসের সুপারভাইজার আজিম উদ্দিন বলেন, সোমবার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রীবাহী বাসটি ছাড়ে। গভীর রাতে বাসটি পটিয়ার শান্তিরহাট পার হয়ে শিকলবাহা (ভেল্লাপাড়া) ব্রিজ এলাকায় পৌঁছলে ডিবি সদস্য পরিচয়ে আনুমানিক ৭ জন লোক বাস থামান। এরপর তারা বাসে উঠে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে তারা বাস চালককে হাতকড়া পরিয়ে বাস থেকে নামান। গাড়িতে ইয়াবা আছে কিনা জানতে চেয়ে তাকে বেধড়ক পেটানো হয়। তিনি বলেন, রাতেই জালালকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ দিনাজপুরে পরিবারের কাছে পাঠানো হবে।

সর্বশেষ খবর