বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে নিহত ২

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রাম ও কুমিল্লায় বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। চট্টগ্রামে বন্দুকযুদ্ধের সময় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। চট্টগ্রামে নিহত জাবেদ আওয়ামী লীগ নেতা সোহেল হত্যা মামলার প্রধান আসামি এবং কুমিল্লায় নিহত আবদুল মালেক মাদক ব্যবসায়ী বলে পুলিশ ও বিজিবি সূত্রে জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ নেতা হত্যা মামলার অন্যতম আসামি জাবেদ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে ডবলমুরিং থানার আগ্রাবাদ জাম্বুরি মাঠের পাশে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তা ছাড়া চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেলকে কৌশলে ‘গণপিটুনি’ দিয়ে হত্যা করা হয়েছিল। নিহত জাবেদ এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান। তিনি বলেন, মহিউদ্দিন সোহেল হত্যা মামলার আসামি জাবেদকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য গুলি ছোড়েন আসামিরা। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে আহত হন জাবেদ। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মহিউদ্দিন সোহেলকে জাবেদ ছুরিকাঘাত করেন বলে আসামিদের জবানবন্দিতে জানা যায়। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি পাহাড়তলী বাজারে ‘গণপিটুনির ঘটনায় নিহত হন সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল’। তখন স্থানীয় ব্যবসায়ী ও পুলিশের পক্ষ থেকে মহিউদ্দিন সোহেলকে ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ’ হিসেবে দাবি করা হয়। কিন্তু ৮ জানুয়ারি বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মহিউদ্দিন সোহেলের পরিবার। সংবাদ সম্মেলনে মহিউদ্দিন সোহেলের ছোট ভাই শাকিরুল ইসলাম শিশির দাবি করেন, মহিউদ্দিন সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার পেছনে স্থানীয় কাউন্সিলর সাবের আহমেদ, জাতীয় পার্টির নেতা ওসমান খানসহ কয়েকজন জড়িত বলে দাবি করা হয়।

কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল মালেক নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে বিজিবি দাবি করেছে। গতকাল সদর উপজেলার গোলাবাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল মালেক চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে।

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, গতকাল ভোরে গোলাবাড়ী সীমান্ত এলাকায় মেইন পিলার ২০৮০ থেকে ২ কিলোমিটার বাংলাদেশের ভিতরে জালুয়াপাড়া নামক স্থানে ১০ বিজিবির হাবিলদার আবদুল মান্নান অভিযান পরিচালনা করার সময় মাদক চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় এক মাদক ব্যবসায়ী আহত হন। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ২৯ হাজার ৮৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর