বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
বিনা অপরাধে জেলে

ভুল আসামি আরমানের নথি চেয়েছে হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

ভুল আসামি হয়ে তিন বছর ধরে কারাগারে থাকা রাজধানীর পল্লবীর বেনারসি কারিগর আরমানের মামলার সব নথি তলব করেছে হাই কোর্ট। ৬ মের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে সব নথি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আরমানকে আদালতে হাজির করার নির্দেশনা ও মুক্তি চেয়ে, কারাগারে রাখায় তার ক্ষতিপূরণ চেয়ে এবং আরমানের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারির আর্জি জানিয়ে গত ২১ এপ্রিল হাই কোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি থেকে গতকাল এ আদেশ এসেছে। গত ১৮ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘কারাগারে আরেক জাহালম’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদনটি দায়ের করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অপরাধী না হয়েও পাটকল শ্রমিক জাহালমকে জালিয়াতির ৩৩ মামলার আসামি হয়ে তিন বছর কারাভোগ করতে হয়েছিল। অনেক ঘাটের জল পেরিয়ে শেষ পর্যন্ত উচ্চ আদালতের হস্তক্ষেপে তিনি কারামুক্ত হন। চাঞ্চল্যকর এ ঘটনা এখন মানুষের মুখে মুখে। এর রেশ না কাটতেই আরেক জাহালম কা  বেরিয়ে এসেছে অনুসন্ধানে। প্রতিবেদনে বলা হয়, পল্লবীর বেনারসি কারিগর মো. আরমান নির্দোষ হয়েও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গত তিন বছর ধরে কারাভোগ করছেন। রাজধানীর পল্লবী থানার একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাদক কারবারি শাহাবুদ্দিন বিহারি এ মামলার প্রকৃত আসামি। কিন্তু তার পরিচয়ে, তার পরিবর্তে সাজাভোগ করছেন আরমান।

সর্বশেষ খবর