বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পাঁচ দফা দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সেশনজট নিরসন, পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণসহ পাঁচ দফা দাবিতে গতকাল রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। প্রায় চার ঘণ্টা অবরোধ শেষে বেলা আড়াইটার দিকে উঠে যান তারা। একই দাবিতে আজ আবারও অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে সকাল ১০টায় ঢাকা কলেজের প্রধান ফটকে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। পরে তারা মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে এসে সকাল সাড়ে ১০টা থেকে সড়ক অবরোধ করে রাখেন। প্রায় সাড়ে চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ‘সেশনজট নিরসন’, ‘ফলাফল নিরীক্ষণ’, ‘স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো’সহ ‘বৈষম্য’ দূর করার দাবিতে ব্যানার ও ফেস্টুন বহন করেন এবং স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের পক্ষে ঢাকা কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু বক্কর দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। একই সঙ্গে আজ বেলা ১১টায় আবারও অবরোধের ঘোষণা দেন। শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৭ সালে সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত করা হয়। শিক্ষার্থীরা ভেবেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকাকালে যে সেশনজট ছিল, তা কমবে। কিন্তু শিক্ষার্থীরা আরও বেশি সেশনজটে পড়ছেন।

ঢাকা কলেজের স্নাতকোত্তর বিভাগের বি এম শাহিন নামে এক শিক্ষার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনেকবার সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন। তবে কোনো বাস্তবায়ন দেখা যায়নি।’ শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একটি বর্ষের সব বিভাগের ফল একসঙ্গে প্রকাশ করা; ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের সব বর্ষের ফলে গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনর্মূল্যায়ন করা; সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন রাখা; প্রতি মাসে প্রতিটি বিভাগে প্রতি কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস নেওয়া এবং সেশনজট নিরসনের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্র্যাশ প্রোগ্রাম চালু করা প্রভৃতি। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙ্লা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

সর্বশেষ খবর