বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
সংকট চলছেই শিক্ষাঙ্গনে

ঢাকার সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সেশনজট নিরসন, পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণসহ পাঁচ দফা দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস এবং উপাচার্যের সঙ্গে বৈঠক করেও সন্তুষ্ট হতে পারেননি আন্দোলনরত শিক্ষার্থীরা। এ অবস্থায় আজ ঢাকা কলেজ ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা। গতকাল বেলা ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। তারা এ সময় রাস্তার চারপাশে অবস্থান নিয়ে যানবাহন চলা বন্ধ করে দেন। দুপুরে তাদের সঙ্গে কথা বলতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানী। তিনি শিক্ষার্থীর পাঁচ দফা দাবি পূরণে প্রশাসনের ১০টি পদক্ষেপের কথা জানান। প্রক্টরের আশ্বাসের পর এদিনের মতো কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা। বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে সাত কলেজের ১৪ জন শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তবে এ আলোচনায় সন্তুষ্ট হতে পারেননি শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী নোমান বলেন, ‘আমরা আলোচনায় সন্তুষ্ট হতে পারিনি। আমাদের প্রতিনিধিদের কথা বলার কোনো সুযোগ দেওয়া হয়নি। শুধু প্রশাসনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।’ এদিকে গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘জনভোগান্তি’ নিরসনে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে থাকার জন্য আহ্বান জানানো হয়। এ ছাড়া ২৮ এপ্রিল উপাচার্যের সভাপতিত্বে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক সভায় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানকল্পে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর