বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
সংকট চলছেই শিক্ষাঙ্গনে

উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশালে আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রেখে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৭ মার্চ থেকে টানা শান্তিপূর্ণ আন্দোলন করে আসার পরও সরকারের নীতিনির্ধারকরা এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ায় গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় আমরণ অনশন শুরু করেন তারা।

শিক্ষার্থীদের নেতা লোকমান হোসেন ও শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও ভিসি পদত্যাগ করেননি এবং তাকে বাধ্যতামূলক ছুটিও দেওয়া হয়নি। এ কারণে আমরণ অনশন কর্মসূচি বেছে নিয়েছেন তারা। এদিকে একই দাবিতে দুই ঘণ্টার পৃথক অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এই উপাচার্যের সঙ্গে শিক্ষকরা আর কোনো কার্যক্রমে অংশ নিতে অপারগতা প্রকাশ করেছেন বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী উপাচার্যের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীরাও। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় প্রতিবাদকারী শিক্ষার্থীদেরকে উপাচার্য কটূক্তি করেন বলে অভিযোগ রয়েছে। সেই থেকে আন্দোলন শুরু হয়ে এখনো তা চলছে। অন্যদিকে ১০ এপ্রিল ব্যক্তিগত কারণে ১৫ দিনের ছুটিতে যাওয়া উপাচার্যের ছুটির মেয়াদ ২১ মে পর্যন্ত বাড়িয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হলে সেটি ফেরত পাঠায় মন্ত্রণালয়। পরে ২৪ মে পর্যন্ত ছুটি চেয়ে আবেদন করা হলে মন্ত্রণালয় সেটিও ফেরত পাঠায়। শেষ পর্যন্ত তার চার বছরের মেয়াদ শেষ (২৭ মে) হওয়ার আগের দিন ২৬ মে পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানোর একটি আবেদন করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেন উপাচার্য। শিক্ষা মন্ত্রণালয় থেকে ওই আবেদন অগ্রগামী করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এখন তার ছুটির আবেদন প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র।

সর্বশেষ খবর