শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শাকিল আটক, কারাগারে রুহুল, শামীম রিমান্ডে

ফেনী প্রতিনিধি

শাকিল আটক, কারাগারে রুহুল, শামীম রিমান্ডে

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় সরাসরি জড়িত শাহাদাত হোসেন শামীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে তুলে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। আটক করা হয় মহিউদ্দিন শাকিলকে। কারাগারে পাঠানো হয় রুহুল আমিনকে। গত ১৪ এপ্রিল আসামি শাহাদাত হোসেন শামীম মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু জানান, আসামি শাহাদাত হোসেন শামীম ইতিপূর্বে ১৬৪ ধারায় যে জবানবন্দি দিয়েছিল সেগুলো যাচাই করার জন্য মামলার তদন্ত কর্মকর্তা তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে মনে করেছে। সে জন্য তাকে আদালতে তোলে রিমান্ড আবেদন করলে আদালত তার রিমান্ড মঞ্জুর করে। 

মানববন্ধন : এদিক নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে গতকালও ফেনীর বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। সকালে ফেনীর শর্শদী ও মোহাম্মদ আলী বাজার এলাকায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার শিক্ষার্থী এই মানববন্ধন করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর