শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ আদেশ পাওয়ার দুই দিনের মধ্যে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালককে প্রতিটি জেলার সিভিল সার্জন ও জেলা প্রশাসককে সার্কুলার জারি করতে বলা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। রুলে যথাযথ তত্ত্বাবধান ও নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা চানতে চাওয়া হয়েছে। ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’সহ দেশের কয়েকটি দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত বুধবার হাই কোর্টে এ রিট আবেদন করেছিলেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর