শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
আলোচিত ৭ খুনের ৫ বছর

রায় দ্রুত বাস্তবায়নের দাবি স্বজনদের

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আলোচিত সাত খুন ঘটনার ৫ বছর পূর্ণ হলো আজ। তবে এখনো বিচারের রায় বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। তারা আপিল বিভাগের কার্যক্রম দ্রুত শেষ করে রায় বাস্তায়নের দাবি জানিয়েছেন।

২০১৭ সালের ১৬ জানুয়ারি তৎকালীন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাত  খুন মামলার প্রধান আসামি নাসিকের বরখাস্তকৃত কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের চাকুরিচ্যুত অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, উপ-অধিনায়ক মেজর (অব.) আরিফ হোসেন ও ক্যাম্প ইনচার্জ লে. কমান্ডার (অব.) এম এম রানাসহ ২৬ জনের ফাঁসির আদেশ দেন। বাকি ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদ  হয়। আসামিদের ডেথ  রেফারেন্স (মৃত্যুদন্ড  অনুমোদন) ও আপিলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাই কোর্ট ২০১৭ সালের ২২ আগস্ট ৭ খুনের মামলায় ১৫ জনের মৃত্যুদন্ড বহাল রেখে রায় দেয়। এইসঙ্গে বাকি ১১ জনের মৃত্যুদন্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। পরে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে সম্প্রতি ১৩টি আপিল করা হয়েছে বলে জানান আপিল বিভাগের সেকশন কর্মকর্তা। নিহত মনিরুজ্জামান স্বপনের ছোট ভাই মিজানুর রহমান রিপন বলেন, ‘নারায়ণগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির রায় ঘোষণার পরে হাই কোর্টেও মামলাটির রায় দ্রুত ঘোষণা করা হয়েছিল। কিন্তু আপিল বিভাগে মামলাটির কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে চলছে। যে কারণে আমরা বর্তমানে মামলাটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছি। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।’ আদমজী এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জের ৭ খুন শুধু জাতীয় পর্যায়েই নয় আন্তর্জাতিকভাবেও আলোচিত হয়েছিল। এ ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছিল জাতি। আমরা দ্রুত এ ৭ খুনের মামলার ফাঁসির দন্ড প্রাপ্তদের রায় কার্যকর চাই, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’ হিরাঝিল এলাকার বাসিন্দা শরীফ হোসেন বলেন, ‘নূর হোসেনের নির্দেশে দেশের একটি এলিট ফোর্সের বিপথগামী সদস্যরা আলোচিত ৭ খুনের মাধ্যমে দেশে কলঙ্কজনক অধ্যায় রচিত করেছিল। তাই এ আলোচিত হত্যাকান্ডের বিচারকাজ দ্রুত বাস্তবায়ন করা জরুরি। এজন্য সরকারের কাছে আমাদের আবেদন- দ্রুত এ হত্যাকান্ডের রায় বাস্তবায়ন করা হোক।’

সর্বশেষ খবর