শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা
মুক্তগণমাধ্যম দিবস আজ

বিশ্বজুড়েই সাংবাদিকদের ঝুঁকি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

বিশ্বজুড়েই ঝুঁকি বেড়েছে সাংবাদিকদের। এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য : ‘মিডিয়া ফর ডেমোক্রেসি : জার্নালিজম অ্যান্ড ইলেকশন ইন টাইমস অব ডিসইনফরমেশন।’ ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় মে মাসের ৩ তারিখকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী সাংবাদিকরা এই দিবসটি পালন করে আসছেন। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে।

 গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি পালন করবে।  

সর্বশেষ খবর