শিরোনাম
শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল দুই বোনের

সড়কে ঝরল আরও ১৬ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়ক পথে বেপরোয়া যানবাহনের লাশ বানানোর প্রতিযোগিতা চলছেই। এ প্রতিযোগিতার শিকার হয়েছেন আরও ১৬ জন। এর মধ্যে দুই বোনকে প্রাণ হারাতে হয়েছে দুই বাসের প্রতিযোগিতায়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- সিলেট : দুটি বাসের গতির প্রতিযোগিতায় সিলেটের জৈন্তাপুর উপজেলার বৈঠাখাল নামক স্থানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে একটি বাস উল্টে প্রাণ হারিয়েছেন দুই বোন। গত বুধবার দুপুরে সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই বোন হলেন লুবনা বেগম (১২) ও অহনা বেগম (৭)। তারা জৈন্তাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের শওকত আলীর মেয়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। স্থানীয় সূত্র জানিয়েছে, জাফলং থেকে দুটি বাস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সিলেট-তামাবিল সড়কে বাস দুটি নিজেদের মধ্যে কে কার আগে যেতে পারে- সেই প্রতিযোগিতা শুরু করে। জৈন্তাপুরের বৈঠাখাল নামক স্থানে এসে একটি বাস (সিলেট জ-০৪-০০৯৯) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই দুই বোন নিহত হন। রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় বাস ও নসিমনের সংঘর্ষে বাস উল্টে গিয়ে বাসের হেলপার ও দুজন নারীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দুর্ঘটনা কবলিত বাসের হেলপার বাঘা পৌর এলাকার শমসেরের ছেলে আবদুল হানিফ (২৭), বাসের যাত্রী ওই উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ বান্ধাবটতলা গ্রামের মনসুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৪২) ও একই ইউনিয়নের হরিরামপুর গ্রামের পিয়ার উদ্দিনের স্ত্রী বাদল বেওয়া (৪৫)। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাঘা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে রাব্বী এন্টারপ্রাইজ (সিরাজগঞ্জ-ব-০৫) নামের একটি বাস রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। পথে মীরগঞ্জ বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ তিনজন নিহত হন, আহত হন কমপক্ষে ১২ জন।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নসিমন উল্টে রমজান আলী (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রমজান আলী শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের লাওঘাটা গ্রামের মৃত খোয়াজ উদ্দিনের ছেলে। গতকাল দুপুরে শিবগঞ্জ উপজেলার বিমর্ষী এলাকায় এ ঘটনা ঘটে। রমজান আলী ধান কাটার জন্য নসিমনযোগে বরেন্দ্র এলাকায় যাচ্ছিলেন। এ সময় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে গেলে রমজান আলী চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রাম পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তারেক রহমান মিয়াজী (২০) ও জুলেখা বেগম (৪২) নামে দুজনের মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে উপজেলাসীমান্ত লালপুর উপজেলার গুধড়া এলাকায় ইটভাটার মাটি বোঝাই ট্রাক্টর উল্টে তারেক রহমান মিয়াজীর মৃত্যু হয়। তিনি উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া এলাকার আশরাফুল মিয়াজীর ছেলে। এদিকে বিকালে হারোয়া রহিমের বটতলা এলাকায় দুটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে জুলেখা বেগমের মৃত্যু হয়। জুলেখা জোয়াড়ী ইউনিয়নের বাহিমালী দক্ষিণপাড়া এলাকার মুন্তাজ হোসেনের স্ত্রী।

বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সকালে খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন সোহাগ (৩৫) ও সঞ্জিত ম ল (৫০)। তাদের বাড়ি জেলার মোংলা উপজেলার চিলা গাববুনিয়া ও মাকড়ডোন এলাকায়। বাকি একজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

দিনাজপুর : দিনাজপুরের খানসামায় বাবার চালানো ট্রাক্টরে পিষ্ট হয়ে মো. জিসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল ৭টার দিকে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের সিংগের ডাঙ্গা নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। 

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে একটি চলন্ত ট্রাক সিএনজি অটোরিকশার স্ট্যান্ডে ঢুকে গেলে কয়েকটি সিএনজি অটোরিকশা ধুমড়ে মুচড়ে গেছে। ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুখু মিয়া নামে এক সিএনজি অটোরিকশা চালক। এ ঘটনায় নুর হোসেন ও ইব্রাহিম নামের আরও দুজন সিএনজি চালক আহত হয়েছেন।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত ভ্যানের চালক নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ব্যক্তির নাম কবির বিশ্বাস (৪২)।

মাদারীপুর : মাদারীপুরের শিবচরের ক্রোকচর এলাকায় গতকাল বেলা ১১টায় নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা উল্টে চালক ইমন (২০) নিহত হয়েছেন। তিনি শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার আবুল বেপারীর ছেলে।

বেনাপোল (যশোর) : শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় হাসান আলী নামে এক যুবক একজন নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের দুই আরোহীও গুরুতর আহত হয়েছেন। নিহত হাসান আলী উপজেলার শিকারপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। গত বুধবার রাত ৯টার সময় শার্শার গোড়পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর