শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

শিলংয়ে বিএনপি নেতা সালাহউদ্দিনের খালাসের বিরুদ্ধে আপিল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বেকসুর খালাস পাওয়ার বিরুদ্ধে ভারতের শিলং জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। নিম্ন আদালত থেকে খালাস পাওয়া রায়ের পরও ছয় মাস ধরে ছাড়পত্রের অপেক্ষায় ছিলেন তিনি। বর্তমানে তিনি ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে অবস্থান করছেন। তবে রাষ্ট্রপক্ষের আপিল করার বিষয়টি সালাহউদ্দিন আহমেদ জানতেন না। জানা গেছে, গত ২৭ এপ্রিল আপিল আদালতের নোটিস পান তিনি। নোটিস পেয়ে গত বুধবার ১ মে সালাহউদ্দিন আহমেদ আপিল আদালতে হাজির হন বলে জানিয়েছেন। তিনি আরও জানান, তার কৌঁসুলি বা রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাকে আপিল করার বিষয়ে অবহিত করেননি। আপিলের বিষয়ে অবহিত করা হলে আপিল মামলাটি শিলং জেলা ও দায়রা জজ আদালতে দায়েরের গ্রহণযোগ্যতা নিয়ে উভয়পক্ষের শুনানি হতে পারত। এর আগে ২০১৮ সালের ২৬ অক্টোবর অবৈধ অনুপ্রবেশ মামলার রায়ে বেকসুর খালাস পান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বহুমুখী ষড়যন্ত্রের কবলে পড়ে আমাকে প্রবাস জীবন কাটাতে বাধ্য করা হচ্ছে। আপিল মামলাতেও আমি জিতব ইনশা-আল্লাহ’।

সর্বশেষ খবর