শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

ভিকারুননিসায় অনিয়ম নিয়ে অভিভাবকদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্যদের লেখাপড়ায় কোনো গুরুত্ব নেই। তারা ছাত্রীভর্তি, শিক্ষক, কর্মচারী নিয়োগ দিয়ে হাতিয়ে নিয়েছেন শত কোটি টাকা। এ ছাড়াও নানা অনিয়ম চলছে একসময়ের শ্রেষ্ঠ এ বিদ্যাপীঠে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন শিক্ষার্থীদের অভিভাবকরা। অধ্যক্ষ নিয়োগে অনিয়ম, গভর্নিং বডির সদস্যদের ভর্তি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে অভিভাবকদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ কে এম খোরশেদ আলম খান। খোরশেদ আলম অভিযোগ করেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে যোগ্যতাসম্পন্ন শিক্ষক কর্মরত থাকলেও গভর্নিং বডির কতিপয় সদস্য আর্থিকভাবে লাভবান হতে না পেরে গত ৮ বছরেও অধ্যক্ষ নিয়োগ দেননি। অধ্যক্ষ পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে অধ্যক্ষ পদ পূরণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন অভিভাবকরা।   সংবাদ সম্মেলনে অভিভাবক আ. রহিম রানা, মো. মাজহারুল ইসলাম তুহিন, আবদুল মজিদ সুজন, আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর