শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা
বেরাইদে বৃহত্তম মসজিদ উদ্বোধন

দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যাব : বসুন্ধরা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যাব : বসুন্ধরা চেয়ারম্যান

গতকাল রাজধানীর বেরাইদে বৃহত্তম মসজিদের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও স্থানীয় সংসদ সদস্য কে এম রহমতউল্লাহ -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর বেরাইদ এলাকার বৃহত্তম মসজিদ ‘পূর্বপাড়া জামে মসজিদ’-এর উদ্বোধন করলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। নবনির্মিত মসজিদ ভবনে গতকাল জুমার নামাজ আদায়ের  পর তিনি এর নামফলক উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ড (বেরাইদ) কাউন্সিলর হাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এ কে এম রহমত উল্লাহ। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আনসার মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। তিন তলাবিশিষ্ট অত্যাধুনিক নির্মাণসামগ্রী দিয়ে তৈরি দৃষ্টিনন্দন মসজিদ ভবনের নিচতলায় থাকবে শপিং কমপ্লেক্স। ওপরের দুটি ফ্লোরে নামাজ আদায়ের স্থান। প্রতি ফ্লোরের আয়তন ২০ হাজার ৮০০ বর্গফুট। মসজিদে ৭ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। রমজানে নামাজ আদায়ের লক্ষ্যে গতকাল জুমার দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়। নামাজে খুতবা দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ শহীদুল্লাহ খান মাদানি। প্রথম জুমায় প্রায় ৩ হাজার মুসল্লি অংশ নেন।

পূর্বপাড়া জামে মসজিদে মাঝেমধ্যে জুমার নামাজ আদায়ের প্রত্যাশা ব্যক্ত করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ‘দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বেরাইদবাসীর সঙ্গে বসুন্ধরা গ্রুপের সম্পর্ক দীর্ঘদিনের। সম্পর্কের এ বন্ধন আরও সুদৃঢ় করতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘আস্তে আস্তে মুসল্লির সংখ্যা বাড়লে মসজিদে ফ্লোর বাড়াতে হবে। আমরা কথা দিচ্ছি, আমাদের সহযোগিতা এ মসজিদের সঙ্গে সবসময় থাকবে। ইনশা আল্লাহ, এ মসজিদ ১০ তলা হবে।’ বসুন্ধরা চেয়ারম্যান বেরাইদের মানুষের কাছ থেকে পাওয়া আন্তরিক সহযোগিতার কথা স্মরণ করে বলেন, ‘তারা আমাদের সুখ-দুঃখের সঙ্গী। তাদের সহযোগিতার কারণে এখানে একটা সুন্দর শহর (বসুন্ধরা) গড়ে উঠছে।’ আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমি আজীবন আপনাদের পাশে থাকতে চাই।’ স্থানীয় এমপি রহমত উল্লাহর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘উনি একজন নির্লোভ ও দানশীল মানুষ। সৎ ও যোগ্য এমপি হিসেবে সারা দেশে পরিচিতি পেয়েছেন। উনার মতো যোগ্য নেতা দেশের প্রতিটি এলাকায় প্রয়োজন।’

সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ বলেন, ‘বসুন্ধরা চেয়ারম্যান তাঁর কর্মগুণে শুধু এই এলাকায় নয়, সারা দেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয়। যে কোনো ভালো কাজে তিনি নিজেকে জড়াতে চান। বেরাইদের বুকের মধ্য দিয়ে বসুন্ধরা হচ্ছে। তিনি এই মসজিদের সঙ্গে যেমন জড়িত, তেমনি বেরাইদের সবকিছুর সঙ্গে জড়িত থাকবেন আশা করি। আমি যখন এ এলাকার চেয়ারম্যান, মেম্বার ছিলাম তখন থেকে তিনি আমাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। আমি কৃতজ্ঞ। আশা করি, তিনি একইভাবে আজীবন বেরাইদের বাসিন্দাদের পাশে থাকবেন।’

সর্বশেষ খবর