শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা

চোর ধরার বিদ্যুতের ফাঁদে জড়িয়ে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে চোর ধরার জন্য পেতে রাখা জিআই তারের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা হলেন ওই বাড়ির ভাড়াটিয়া তাজমহল বেগম (৬১), তার মেয়ে স্কুল শিক্ষিকা তানিয়া আকতার (৩০) ও তানিয়ার মেয়ে তাজনিয়া (৮)। রংপুর সিটি করপোরেশনের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন জানান, গতকাল বেলা সোয়া ১টার দিকে চারতলা মোড় বনানীপাড়ার এ ঘটনায় বাড়ির মালিক সৈয়দ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানান, ওই বাড়িতে বেশ কয়েকবার চুরি হওয়ার পর চুরি ঠেকাতে বাড়ির মালিক ছাদে জিআই  তার দিয়ে ঘিরে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। বাড়ির  দোতলায় ভাড়া থাকতেন চাকরিজীবী রুবেল  ইসলামের পরিবার। গতকাল বেলা সোয়া ১টার দিকে ছাদে কাপড় নাড়তে যান তানিয়া ও তার মেয়ে তাজনিয়া। তারা বিদ্যুতায়িত হয়ে চিৎকার শুরু করলে ছুটে যান তানিয়ার মা তাজমহল। তিনিও সেখানে গিয়ে বিদ্যুতায়িত হন। তারা তিনজনই এ সময় নিহত হন।

ঘটনার পর এলাকাবাসী বাড়ির মালিক সৈয়দ আলীকে আটকে  রেখে পুলিশে খবর দেন। পুলিশ কর্মকর্তা জমির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক  সৈয়দ আলীকে থানায় নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর