শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

প্রতিদিন ডেস্ক

কুমিল্লা ও ঝিনাইদহে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর। কুমিল্লা : কুমিল্লায় ভারতীয় সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল্লাহ আল পায়েল নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে বিজিবি দাবি করেছে। শুক্রবার জেলার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ আল পায়েল জেলার সদর উপজেলার সাতরা চম্পকনগর এলাকার সুলতান মাহমুদের ছেলে।

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, শুক্রবার ভোরে গোলাবাড়ি সীমান্ত এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করার সময় মাদক চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি  ছোড়ে। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি  ছোড়ে। এতে এক মাদক ব্যবসায়ী আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে ডাবলু ম ল (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মাদক, অস্ত্র ও ডাকাতিসহ ১৫ মামলার আসামি ডাবলু কোটচাঁদপুর শহরের রেলগেট পাড়ার আফতাব ম লের ছেলে। কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল জানান, শুক্রবার ভোরের দিকে গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ কাগমারি গ্রামের বাঁওড়ের কাছে পৌঁছায়। সেখানে গিয়ে ডাবলু ম লের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। নিজেদের মধ্যে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ডাবলু ম ল নিহত হয়েছে। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে হরিণাকু ু উপজেলার পারদখলপুর গ্রাম থেকে গলা কাটা অবস্থায় উদ্ধারকৃত নুর ইসলাম বুড়োর লাশ শুক্রবার ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি দখলপুর গ্রামের আকবর আলীর ছেলে। পান চুরি করা দেখে ফেলায় কে বা কারা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বলে হরিণাকু ু থানার ওসি আসাদুজ্জামান জানান।

সর্বশেষ খবর