শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

কিডনি সংযোজন সিএমএইচে

নিজস্ব প্রতিবেদক

সিএমএইচ ঢাকাতে দ্বিতীয়বারের মতো আরও দুজন রোগীর শরীরে দুটি কিডনি সফলভাবে সংযোজন করা হয়েছে। গত ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। আইএসপিআর জানায়, ভারতের স্বনামধন্য কিডনি ট্রান্সপ্ল্যান্ট প্রতিষ্ঠান আইকেডিআরসি, আহমেদাবাদ থেকে ছয় সদস্যবিশিষ্ট অভিজ্ঞ ট্রান্সপ্ল্যান্ট টিমের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়, যার নেতৃত্ব দেন প্রখ্যাত ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক প্রাঞ্জল রমনলাল মোদি। ওই টিমের সদস্যদের সঙ্গে যৌথভাবে ঢাকা সিএমএইচের বিশেষজ্ঞ ইউরোলজি-নেফ্রোলজি টিমের সদস্যরা ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল ইসলামের নেতৃত্বে অংশ নেন। ঢাকা সিএমএইচের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকী জানান, কিডনি সংযোজনের কার্যক্রমের সঙ্গে সঙ্গে অদূর ভবিষ্যতে অন্যান্য অরগ্যান (যেমন : লিভার, ফুসফুস, অগ্নাশয় ইত্যাদি) সংযোজনের প্রক্রিয়া চালু করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর