শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা
পুড়িয়ে হত্যার অভিযোগ

বাঁচানো গেল না গৃহবধূ দীপিকা ও রুমানাকে

প্রতিদিন ডেস্ক

চাঁদপুরের গৃহবধূ দীপিকা ও সাভারের গৃহবধূ রুমানাকে বাঁচানো গেল না। তাদের পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও সাভার প্রতিনিধির খবর- নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের হাজীগঞ্জের গৃহবধূ অগ্নিদগ্ধ দীপিকা আচার্য্য মনিকাকে বাঁচানো গেল না। শরীরের ৯০ শতাংশেরও বেশি পুড়ে যাওয়া দীপিকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গতকাল সন্ধ্যায় মারা গেছেন দীপিকা। পয়লা মে দীপিকাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন তার বড় ভাই অরবিন্দ আচার্য্য। এর আগে দীপিকাকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে তার স্বামী, ভাশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার হাজীগঞ্জ থানায় চারজনকে আসামি করে অভিযোগ করেছিলেন অরবিন্দ। হাজীগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বকুলতলা রোডের বাসিন্দা বিপুল আচার্য্য ও তার বড় ভাই সজল আচার্য্য ৩০ এপ্রিল গভীর রাতে দীপিকা আচার্য্যকে শরীওে কেরোসিন  ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করেন। বিষয়টিকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে রাতেই দীপিকাকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা  মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটি ভর্তি করা হয়। দীপিকার শরীরের অধিকাংশই পুড়ে গেছে বলে জানান তার বড় ভাই অরবিন্দ আচার্য্য। পরিবার সূত্রে জানা যায়, বিপুল মাদকাসক্ত হওয়ার কারণে তাদের পরিবারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। নাম প্রকাশে অনিচ্ছুক বিপুলের এক বন্ধু জানান, বিপুল ছিল মারাত্মক মাদকাসক্ত। সে ঘরে বসেই ইয়াবা সেবন করত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই বিবাদ লাগত। দীপিকার বড় ভাই বলেন, ‘বিপুল আমার বোনকে শরীরে আগুন লাগানোর পূর্বে মেরে ফেলার জন্য মারধর করেছে। তার মাথা ও কপাল ফাটিয়ে আহত করে। পরে বিপুল, সজল, তাদের মা সন্ধ্যা রানী, সজলের স্ত্রী দীপা আচার্য্য মিলে আমার বোনকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায়।’ হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন জানান, দীপিকার বক্তব্য নেওয়ার পর বিপুলের বড় ভাই সজলকে হাজীগঞ্জ থেকে আটক করা হয়েছে। বিপুল ও তার মা সন্ধ্যা রানী আচার্য্যকে ঢাকা মেডিকেল থেকে আটক করে রাতে হাজীগঞ্জে নিয়ে আসা হয়েছে। অপর আসামি সজলের স্ত্রী দীপা আচার্য্যকে গ্রেফতারের চেষ্টা চলছে। সাভার প্রতিনিধি : ঢাকার সাভারে গৃহবধূ রুমানা আফরোজকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোরে সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় হত্যার অভিযোগে গৃহবধূর বাবা সাভার মডেল থানায় মামলা করেছেন। মামলায় রুমানার স্বামী নূরে আলম, দেবর দেলোয়ার হোসেন, ননদ লাভলী আক্তার, শাশুড়ি সামসুন্নাহার ও লাভলীর স্বামী আমানকে আসামি করা হয়েছে। শুক্রবার মামলার পর হাসপাতাল থেকে রুমানার স্বামী নূরে আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গৃহবধূ রুমানা মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিলের মেয়ে। প্রায় ১৬ বছর আগে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লার ইদ্রিস আলীর ছেলে নূরে আলমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ৯ বছরের এক ছেলে আছে। মামলার এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই রুমানাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন তার শ্বশুরবাড়ির লোকজন। গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রুমানাকে বাসার দ্বিতীয় তলার বারান্দায় নিয়ে তার শরীওে কেরোসিন  ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী নূরে আলম, দেবর  দেলোয়ার হোসেন, শাশুড়ি সামসুন্নাহার, ননদ লাভলী আক্তার ও তার (লাভলীর) স্বামী আমান।

সাভারের এনাম  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রুমানার মৃত্যু হয়। রুমানার দেবর দেলোয়ার হোসেন বলেন, তার ভাবী ভাইয়ের সঙ্গে ঝগড়া করে নিজের শরীরের কেরোসিন  ঢেলে আত্মহত্যা করেছেন। তাকে কেউ হত্যা করেননি। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা এনামুল হক বলেছেন, দুই দফা ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূ রুমানার শরীরের কেরোসিন ঢেলে হত্যার ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে রুমানার স্বামী ছাড়া পরিবারের সবাই গা ঢাকা দিয়েছেন।  রুমানার বাবা আবদুল জলিল বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে নির্যাতন করে আসছিলেন। এর জের ধরেই পরিকল্পিতভাবে আমার মেয়েকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

সর্বশেষ খবর