শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা
নেপিডোয় বৈঠকে আশ্বাস

পরিচয় যাচাই হওয়া রোহিঙ্গাদের ফেরাতে তৈরি মিয়ানমার

কূটনৈতিক প্রতিবেদক

গত অক্টোবর মাসে ঢাকার বৈঠকে ১৫ নভেম্বর থেকে প্রত্যাবাসন শুরুর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ও মিয়ানমার। সেই উদ্যোগ ভেস্তে যাওয়ার ছয় মাস পর গতকাল রাজধানী নেপিডোয় এক বৈঠকে মিয়ানমার আবারও বলেছে, ইতিমধ্যে পরিচয় যাচাই হওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তারা প্রস্তুত। অপরদিকে বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং আস্থা ফেরানোর তাগিদ দিয়েছে মিয়ানমারকে। রোহিঙ্গাদের ফিরে যেতে সরাসরি উদ্বুদ্ধ করার জন্য মিয়ানমারের প্রতিনিধিদলকে কক্সবাজার সফর করারও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপের  চতুর্থ বৈঠকটি গতকাল অনুষ্ঠিত হয় মিয়ানমারের রাজধানী নেপিডোতে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়, এশিয়া ও প্যাসিফিক) মাহবুব উজ জামান। মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন ওই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মান্যান্ট সেক্রেটারি মিন্ট থো। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে আগ্রহী হয় সেজন্য সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেওয়া, চলাফেরার স্বাধীনতা, সুরক্ষা, নিরাপত্তা নিশ্চয়তাসহ মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে আইনি ও প্রশাসনিক বাধাগুলো দূর করার ওপর বাংলাদেশ বিশেষভাবে জোর দিয়েছে।

বাংলাদেশ দ্রুত প্রত্যাবাসন শুরুর ওপর গুরুত্বারোপ করেছে এবং এ ক্ষেত্রে বাধাগুলো দূর করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে। উভয় পক্ষই রোহিঙ্গাদের পরিচয় যাচাইকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার ব্যাপারে সম্মত হয়।

সর্বশেষ খবর