রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা
তৃণমূলে স্বাস্থ্যসেবা

পাঁচ লাখ মানুষের ডাক্তার তিনজন

ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্স

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

তিনজন চিকিৎসক দিয়ে চলছে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঘাটাইল উপজেলার পাঁচ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় এ স্বাস্থ্য কমপ্লেক্সটিই একমাত্র ভরসা। এ ছাড়া অবস্থাগত কারণে গোপালপুর, ভূঁইয়াপুর ও মধুপুর উপজেলার বড় একটি অংশের রোগীরা এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। চিকিৎসক, জনবল ও প্রয়োজনীয় উপকরণসহ নানা সংকটের মধ্য দিয়ে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীদের পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ। ৫০ শয্যার এ হাসপাতালটিতে বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২১টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। কাগজে-কলমে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও একজন আছেন মাতৃত্বকালীন ছুটিতে। প্রতিদিন গড়ে প্রায় ৫-৬শ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। ফলে ডাক্তার না থাকায় অনেক সময় ওয়ার্ডবয় দিয়ে চলে জরুরি ও বহির্বিভাগ। এখানে নেই কোনো অ্যাম্বুলেন্স। এ ছাড়া দীর্ঘদিন ধরে নেই ডিজিটাল এক্স-রে ও আলট্রাসনোগ্রাফ মেশিন। স্বল্প পরিসরে সিজারিয়ান ও জরুরি অপারেশনের ব্যবস্থা থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ঠিকমতো সেবা প্রদান করা যাচ্ছে না। জরুরি রোগী এলে সঙ্গে সঙ্গে তাকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান খান বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় চিকিৎসাসেবা দিতে আমরা হিমসিম খাচ্ছি। আধুনিক যন্ত্রপাতি, অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী না থাকায় গরিব অসহায় ও খেটে খাওয়া মানুষরা আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সর্বশেষ খবর