রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

থাই রাজার অভিষেকে যত নিয়ম-কানুন

প্রতিদিন ডেস্ক

থাই রাজার অভিষেকে যত নিয়ম-কানুন

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের (৬৬) তিন দিনের অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল সকাল ১০টা ৯ মিনিটের শুভক্ষণে এ উৎসবের উদ্বোধন করা হয়। হিন্দু ও বৌদ্ধ রীতি অনুযায়ী জাঁকালোভাবে আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানকে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সূত্র : এএফপি, বিবিসি।

অভিষেকের মধ্যদিয়ে সিংহাসনে বসেছেন ভাজিরালংকর্ন। তিনি হলেন চকরি রাজবংশের দশম রাজা। রাজা রামা এক্স নামেও তিনি পরিচিত হবেন। ১৭৮২ সাল থেকে দেশটিতে রাজত্ব করছে চকরি রাজবংশ। প্রাপ্ত খবর অনুযায়ী, বাবার মৃত্যুর দুই বছর পর সিংহাসনে বসলেন রাজা রামা এক্স। এ উপলক্ষে থাই সেনাবাহিনী ঘিরে রাখে উৎসবের কেন্দ্রস্থল। পেছনের জানালা দিয়ে হলের মূল আনুষ্ঠানিকতা দেখার অনুমতি পান সাধারণ মানুষ। অভিষেক অনুষ্ঠান থাইল্যান্ডের টেলিভিশন চ্যানেলগুলোয় সরাসরি সম্প্রচার করা হয়। গ্র্যান্ড প্যালেস কমপ্লেক্সের অভ্যন্তরীণ মন্দিরে এক কাঁধ খোলা ঐতিহ্যবাহী সাদা গাউন পরেন রাজা রামা এক্স। থাইল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা পবিত্র জল দিয়ে তাঁর মুখ মুছে দেওয়া হয়। এ সময় বৌদ্ধ সন্ন্যাসীরা মন্ত্র পাঠ করেন। শিঙা ও বাঁশি বাজিয়ে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখা হয়। প্রথা ভেঙে হিন্দু ব্রাহ্মণরাও এ অনুষ্ঠানে যোগ দেন। এর মাধ্যমে প্রতীকী অর্থে সাধারণ মানুষ থেকে স্বর্গীয় এক পুরুষে পরিণত হলেন নতুন রাজা। পরে নয় স্তরবিশিষ্ট ছাতার নিচে আসন গ্রহণ করেন রাজা রামা এক্স। সেখানে তঁাঁর হাতে তুলে দেওয়া হয় বিজয়ের মুকুট। ৭ দশমিক ৩ কেজি সোনা দিয়ে মোড়ানো মুকুটটির শীর্ষে রয়েছে ভারত থেকে আনা হীরা। খবরে বলা হয়, ভীষণ রকম আত্মকেন্দ্রিক এবং চতুর্থবার বিবাহিত ভাজিরালংকর্ন বিশ্বের অন্যতম সম্পদশালী সাম্রাজ্য এবং রাজনৈতিক সংকটে জর্জরিত রাজ্যের উত্তরাধিকারী হলেন। প্রসঙ্গত, ৭০ বছর সিংহাসনে থাকার পর ২০১৬ সালের অক্টোবরে মহা ভাজিরালংকর্নের বাবা রাজা ভূমিবল আদুলাদেজ মারা যান। আদুলাদেজের মৃত্যুর ৫০ দিন পর নতুন রাজা হিসেবে ওই সময়ের যুবরাজ মহা ভাজিরালংকর্নের নাম ঘোষণা করা হয়। দেশটির পার্লামেন্টের আমন্ত্রণে রাজসিংহাসনে বসতে সম্মত হন মহা ভাজিরালংকর্ন।

সর্বশেষ খবর