বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা

ফখরুলের আসনে ভোট ২৪ জুন

একটি নারী আসন পাচ্ছে বিএনপি, তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হয়ে যাওয়া তার বগুড়া-৬ আসনে আগামী ২৪ জুন ভোট করবে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ ভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, এ আসনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই ২৭ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ জুন। ইসি সচিব জানান, বগুড়া-৬ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে নির্বাচন হবে। সকাল ৯টায় ভোট শুরু হয়ে একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত। একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শপথ না নেওয়ায় আসনটি ৩০ এপ্রিল শূন্য ঘোষণা করা হয়। একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত পাঁচজন সংসদ সদস্য শপথ নিলেও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেননি। একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেওয়ার পর ফখরুল দুটি আসনে ভোটের লড়াইয়ে নেমেছিলেন। নিজের জেলা ঠাকুরগাঁও-১ আসনে তিনি হারলেও বিজয়ী হন দলীয় প্রধান খালেদা জিয়ার আসন বগুড়া-৬ এ। বগুড়ার আসনে ধানের শীষ প্রতীকের ফখরুলের সঙ্গে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ওই আসনে মহাজোট থেকে প্রার্থী ছিলেন জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর। ৩০ ডিসেম্বরের ওই নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট পুনর্নির্বাচনের দাবি তোলে। সেই সঙ্গে ঘোষণা দেয়, তাদের জোট থেকে বিজয়ীরা শপথ নেবেন না। কিন্তু ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী গণফোরামের দুজন শপথ নেন; আর ২৫ এপ্রিল বিএনপির একজন শপথ নিলেও আগের সিদ্ধান্তেই থাকার কথা জানিয়েছিল বিএনপি। ২৯ এপ্রিল আরও চারজন শপথ নেওয়ার পর ফখরুল বলেছিলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওই চারজন শপথ নিয়েছেন। একদিন পর বিএনপি মহাসচিব জানান, তিনি সংসদে যাচ্ছেন না। পরদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে ফখরুলের আসনটি শূন্য হওয়ার ঘোষণা দেন। বিএনপির একটি আসনের জন্য তফসিল ঘোষণা : একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে ২০  মে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। গতকাল নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন। একাদশ সংসদ নির্বাচনের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন এবং স্বতন্ত্র ১ জন রয়েছেন। এতোদিন নির্বাচিতরা শপথ না  নেওয়ায় বিএনপির জন্যে নির্ধারিত ১টি নারী আসন স্থগিত ছিল। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা ২০ মে, বাছাই ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে ও ভোট ১৬ জুন। একক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় নারী প্রার্থীদের। ইসি সচিব ইতিমধ্যে জানান, বিএনপি পাঁচটি আসনের জন্য জাতীয় সংসদে একটি সংরক্ষিত মহিলা আসন পাবে। এজন্য আগামী সাত দিনের মধ্যে দলটিকে নাম জানাত হবে। এক্ষেত্রে প্রার্থীর নাম রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। রিটার্নিং কর্মকর্তা যদি দেখেন, সব কাগজ ঠিক আছে, তবে গেজেট প্রকাশ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর