শিরোনাম
বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা

সাক্ষ্য দিতে না এলে বেতন বন্ধ

পুলিশ ও সরকারি কর্মকর্তাদের প্রতি হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

সমন জারির পরও আদালতে সাক্ষ্য দিতে না এলে পুলিশ কর্মকর্তা ও চিকিৎসকসহ সরকারি কর্মকর্তাদের বেতন আটকে দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গতকাল ২১ বছর আগের একটি হত্যা মামলা-সংক্রান্ত শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এদিন আদালতের তলবে হাজির হয়ে মামলাটি ২১ বছরেও নিষ্পত্তি না হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। পরে তিনি সাংবাদিকদের জানান, ১৯৯৮ সালে ডেমরা থানায় দায়ের হওয়া হযরত আলী হত্যা মামলা ২১ বছরেও নিষ্পত্তি না হওয়ায় ২৯ এপ্রিল বিচারককে তলব করেছিল হাই কোর্ট। গতকাল বিচারক হাজির হয়ে হাই কোর্টকে জানিয়েছেন, সমনের পর সমন দেওয়ার পরও সাক্ষীরা হাজির হচ্ছেন না। এ ক্ষেত্রে বিচারকের কী করার আছে। এই বিচারক এক বছর ধরে মামলাটির দায়িত্ব পেয়েছেন বলেও জানিয়েছেন। ইউসুফ মোর্শেদ জানান, এরপর হাই কোর্ট পুলিশের কর্মকর্তা, চিকিৎসকসহ যেসব সাক্ষী সমন জারি ও ওয়ারেন্ট জারির পরও সাক্ষ্য দিতে হাজির হবেন না, তাদের বেতন আটকে দেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ডেমরা থানায় করা হযরত আলী হত্যা মামলার আসামি হেমায়েত ওরফে কাজল ওরফে কানন জামিনের জন্য হাই কোর্টে আবেদন করেন। জামিন শুনানির সময় বিচার কাজ শেষ না হওয়ার বিষয়টি আদালতের নজরে আসে। দীর্ঘদিনেও মামলাটির বিচার কাজ শেষ না হওয়ায় আদালত বিচারককে তলব করেন। ৮ মে তাকে মামলার নথিসহ হাজির হতে বলা হয়।

সর্বশেষ খবর