বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা

শাহবাগ থানা থেকে অস্ত্র ও গুলি চুরি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানার বিশ্রাম কক্ষ থেকে এক এএসআইয়ের পিস্তল ও গুলি খোয়া গেছে। রবিবার দুপুরে শাহবাগ থানার এএসআই হিমাংশু সাহা ডিউটি শেষ করে থানার বিশ্রাম কক্ষে যান। এর কিছুক্ষণ পর হিমাংশু জানান- তার সার্ভিস পিস্তল ও ১৬ রাউন্ড গুলি পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মামলা এবং গাফিলতির অভিযোগে এএসআই হিমাংশুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এই ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন  কেন্দ্রে কোস্টগার্ড আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দায়িত্বরত অবস্থায় পিস্তল ও গুলি  খোয়া যাওয়ার ঘটনায় ওই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। কারও দায়িত্বে অবহেলা থাকলে তাকে শাস্তি পেতেই হবে।’

থানা সূত্রে জানা গেছে,  চুরির সময় দাড়িওয়ালা এবং পিঠে ব্যাগ নিয়ে এক ব্যক্তি থানায় ঢোকেন। পুলিশের ধারণা ওই ব্যক্তি চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন। তাকে খোঁজা হচ্ছে।

সর্বশেষ খবর