শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

একসঙ্গে ৮ জনকে প্রেসিডিয়াম সদস্য বানালেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

একসঙ্গে ৮ জনকে প্রেসিডিয়াম সদস্য বানালেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একসঙ্গে দলের ৮ জন নেতাকে পার্টির প্রেসিডিয়াম সদস্য বানালেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এইচ এম এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। যাদের প্রেসিডিয়াম সদস্য করা হলো তারা হলেন- কাজী মামুনুর রশিদ, সৈয়দ দিদার বখত্, জাফর ইকবাল  সিদ্দিকী, নাজমা আকতার এমপি, আবদুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান  হোসেন মিয়া এবং মেজর অব. রানা মোহাম্মদ সোহেল এমপি। এদিকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত  হোসেন খোকা পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি জাতীয় স্বেচ্ছাসেক পার্টির সভাপতিও। লিয়াকত হোসেন  খোকা পদত্যাগের কথা স্বীকার করে বলেন, শীর্ষ নেতৃত্বের অযোগ্যতার প্রতিবাদে পদত্যাগ করলাম। তিনি বলেন, আমার পরিচয়-  আমি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির একজন সাধারণ কর্মী।

সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থতার সুযোগে সুযোগসন্ধানী অযোগ্য নেতৃত্ব জাতীয় পার্টির সাধারণ কর্মীদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলে চলছেন। তবে তিনি পল্লীবন্ধু এরশাদের একজন সাধারণ কর্মী হিসেবে আজীবন জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদে বহাল থাকবেন। তিনি আরও বলেন, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে আমি এ পার্টি করে আসছি। পার্টির বর্তমান নেতৃত্বের ওপর আমার আস্থা নেই। পল্লীবন্ধু এরশাদের অসুস্থ অবস্থায় একটি মহল পার্টির ভিতর যেভাবে প্রমোশন দিচ্ছে তা মেনে নেওয়া যায় না।

সর্বশেষ খবর