শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা
সরকারি হিসাব

ফণীতে ক্ষতি ৫৩৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সরকারি হিসাবে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ৫৩৬ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতির পরিমাণ নিরূপণ করতে গতকাল সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল এই তথ্য জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম। এ ছাড়াও কয়েকজন সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা সচিব জানান, ফণীর কারণে ৭৮ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকার ঘরবাড়ি, ২৫১ কোটি টাকার বাঁধ, ২  কোটি ৮৪ লাখ টাকার মাছ, ৫ কোটি টাকার আমের বাগান এবং কৃষিতে ৩৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের ২৪১ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। যা মেরামতের জন্য ১৬১ কোটি ৬৩ লাখ টাকার প্রয়োজন হবে।

সর্বশেষ খবর