শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

ব্যাঙের ছাতার মতো কলেজ বন্ধ করতে হবে

------------ হামিদা আলী
অধ্যক্ষ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ

ব্যাঙের ছাতার মতো কলেজ বন্ধ করতে হবে

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী বলেছেন, ‘ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কলেজগুলো অবিলম্বে বন্ধ করতে হবে সরকারকে। কারণ, একটি কলেজের ন্যূনতম কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে। তা না থাকলে তো হবে না। মানহীন কলেজে ভর্তি হয়ে শিক্ষার্থীরা প্রতারিত হয়।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে টানা ২১ বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন এই শিক্ষাবিদ। তিনি বলেন, ‘একাদশে ভর্তি নিয়ে বরাবরই একটি প্রতিযোগিতা থাকে। উদ্বেগ-উৎকণ্ঠা থাকে অভিভাবকদেরও। এখন রেজাল্টের ভিত্তিতে অনলাইনে আবেদনের মাধ্যমে একাদশে ভর্তি করা হয়। অভিভাবকরা চান একটি ভালো প্রতিষ্ঠানে তাদের ছেলেমেয়েদের স্থান করে দিতে। ভর্তিচ্ছুরাও তাই চায়। কিন্তু সবাই তো ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে না। নিজেদের রেজাল্ট যেমন সেই মানের প্রতিষ্ঠানেই ভর্তি হতে হবে তাদের। স্কুল-কলেজের মান আর শিক্ষার্থীর মান দুটিই বিবেচনা করতে হবে। কিন্তু ডালপালার মতো ছড়িয়ে আছে অনেক মানহীন কলেজ। সেখানে একটা বিশৃঙ্খলার সুযোগ থাকে।’ পাস করা শিক্ষার্থীদের একাদশে ভর্তির ক্ষেত্রে আসনের স্বল্পতা হবে না বলে মন্তব্য করেন তিনি।

তবে প্রয়োজনের তুলনায় মানসম্মত কলেজ কম উল্লেখ করে হামিদা আলী বলেন, ‘যাচাই-বাছাই করে ভর্তির আবেদন করতে হবে। কলেজগুলোয় প্রয়োজনীয় শিক্ষক রয়েছে কিনা, শিক্ষার পরিবেশ আছে কিনা তা বিবেচনা করতে হবে।’

এই শিক্ষাবিদ আরও বলেন, ‘বরাবরই বোর্ড নির্দেশিত ভর্তি ফি নিয়ে নৈরাজ্যের অভিযোগ পাওয়া যায়। ভর্তি ফি নিয়ে যেন কোনো নৈরাজ্য না হয় তা নিশ্চিত করতে হবে। ভর্তিতে বোর্ড নির্দেশিত ফির অতিরিক্ত কেউ নিলে তাকে সরকারের শাস্তির আওতায় আনা উচিত।’

সর্বশেষ খবর