শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

পর্যাপ্ত আসন আছে, সংকট মানসম্মত কলেজের

-------- ড. মাহবুবুর রহমান মোল্লা
অধ্যক্ষ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

পর্যাপ্ত আসন আছে, সংকট মানসম্মত কলেজের

রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা বলেছেন, ‘একাদশ শ্রেণিতে ভর্তির জন্য পর্যাপ্ত আসন রয়েছে কলেজগুলোয়। এসএসসি ও সমমান উত্তীর্ণ সব শিক্ষার্থীই কলেজ বা মাদ্রাসায় ভর্তির সুযোগ পাবে। তবে আসন পর্যাপ্ত থাকলেও মানসম্মত কলেজের সংকট রয়েই গেছে। তাই অনেক ভর্তিচ্ছুই         পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবে না।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। অধ্যক্ষ বলেন, ‘মানের ভিত্তিতে এবার কলেজগুলো তিন ক্যাটাগরিতে ভাগ করা হবে। এ ক্যাটাগরির কলেজগুলোয় শিক্ষার্থীদের ভর্তির আগ্রহ থাকবে। কিন্তু এসব কলেজে তো সব শিক্ষার্থী ভর্তি হতে পারবে না। এ ছাড়া ভর্তির ফল প্রকাশ করা হবে এসএসসি ও সমমানের ভিত্তিতে। তাই ভালো রেজাল্টধারীরাই কেবল এসব কলেজে ভর্তির সুযোগ পাবে। একটি আবেদনের মাধ্যমে একজন ভর্তিচ্ছু সর্বোচ্চ ১০টি কলেজ চয়েজ দিতে পারবে, তাই নিজের ফল বিবেচনা করেই অনলাইনে আবেদন করতে হবে।’ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘কোনো শিক্ষার্থীই ভর্তির বাইরে থাকবে না। তবে কলেজ মনোনয়নপ্রাপ্তির ক্ষেত্রে মানের তারতম্য থাকবে। অনেক মানহীন কলেজ শিক্ষার্থী না পেয়ে নানা অনিয়মের আশ্রয় নেয়। ছাত্রছাত্রীদের অগোচরে তারা নিজেদের প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চয়ন করে ফেলে।’

এমনটি করা হলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘কলেজে ভর্তির ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষক, অবকাঠামো, সরঞ্জাম রয়েছে কিনা তা বিবেচনায় রাখতে হবে।’

একাদশে ভর্তির ক্ষেত্রে কলেজগুলোর গলা কাটা ফি, নৈরাজ্য, বাণিজ্যসহ নানা অনিয়ম রোধ করতে সরকারকে কঠোর হওয়ার অনুরোধ জানান তিনি।

সর্বশেষ খবর