শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

সোয়ারীঘাটে ২১ টন জাটকা উদ্ধার ৯ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

রমজানে চলমান বাজার তদারকির অংশ হিসেবে গতকাল সকালে ঢাকার বুড়িগঙ্গা নদীর সোয়ারীঘাট মাছের আড়তে অভিযান চালায় র‌্যাব। এ সময় জব্দ করা হয় ২১ টন জাটকা। যার আনুমানিক বাজারমূল্য ৮৪ লাখ টাকা। একই সঙ্গে জাটকা বিক্রির অভিযোগে আটক করা হয় ৯ জনকে। প্রত্যেককে এক বছর করে কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত। সেখানে মাছে ফরমালিন পরীক্ষাও করে র‌্যাবের ফরেনসিক ইউনিট। মৎস্য অধিদফতর ও র‌্যাব-১০ এর যৌথ এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।  র‌্যাব জানায়, বেশি মুনাফার আশায় একটি চক্র রাজধানীর বিভিন্ন মাছের আড়তে জাটকা বিক্রি করছেÑ এমন গোপন সংবাদের ভিত্তিতেই সোয়ারীঘাটে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, এই বাজারে কয়েক দিন ধরেই জাটকা বিক্রি হচ্ছিল। মৎস্য কর্মকর্তারা এখানে এসে তাদের সতর্ক করছিলেন। সাইনবোর্ডও টানিয়ে দিয়েছেন। তার পরও তাদের বিরত রাখা যাচ্ছিল না।

জানা যায়, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব রকম মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। জাটকা সংরক্ষণের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশসহ যে কোনো মাছ ধরা, কেনা-বেচা, মজুত ও সরবরাহ নিষিদ্ধ।

কিন্তু অসাধু কিছু জেলে ও ব্যবসায়ী জাটকা মাছ ধরে সংরক্ষণ এবং বিক্রি করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়।

সর্বশেষ খবর