শনিবার, ১৮ মে, ২০১৯ ০০:০০ টা

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন রুটে রাজধানী ঢাকায় বাসযাত্রীদের অগ্রিম টিকিট বিক্রি গতকাল বিভিন্ন বাস টার্মিনালে শুরু হয়েছে। রাজধানীর গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, মহাখালী, উত্তরা, ফকিরাপুল, কমলাপুর, সায়েদাবাদ বাস টার্মিনালে টিকিটপ্রত্যাশীর দীর্ঘ লাইন দেখা গেছে। যাত্রীরা টিকিটে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। শুরুর দিনের আগের রাত থেকেই অনেকে এসেছেন টিকিট নিতে। শুক্রবার দেওয়া হয়েছে ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত যাত্রার টিকিট। তবে গাবতলী, মাজার রোড, কল্যাণপুরসহ বিভিন্ন বাসের কাউন্টার ঘুরে দেখা গেছে ২, ৩ ও ৪ জুনের টিকিটের চাহিদাই বেশি। গাবতলীতে এসআর ও আলহামরা পরিবহনের কাউন্টারের সামনে টিকিটপ্রত্যাশীর ভিড় দেখা গেছে। যাত্রীরা অভিযোগ করেছেন, এসআর পরিবহনে টিকিট দেওয়া হলেও এসি বাসের অগ্রিম টিকিট দিচ্ছে না। কল্যাণপুরের কয়েকটি কাউন্টারে গিয়ে দেখা গেছে ২, ৩ ও ৪ জুনের বেশির ভাগ পরিবহনের টিকিট শেষ হয়ে গেছে। তবে ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত বাসের টিকিট এখনো পাওয়া যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় শ্যামলী এসপি পরিবহনের কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, সেখানেও ২ তারিখের পরের কোনো টিকিট নেই। এরই মধ্যে উত্তরবঙ্গের সব টিকিট শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন এ কাউন্টারের টিকিট বিক্রেতা কামরুল ইসলাম। গাবতলীর বিভিন্ন বাস কাউন্টার ঘুরে জানা গেছে, ৩০ মে ও ৩ জুনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। কারণ ২৪ রমজান বা ৩০ মে দিনটি হলো বৃহস্পতিবার। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ২৭ রমজান বা ২ জুন শবেকদরের ছুটি। ৩ জুন সর্বশেষ কর্মদিবস। ৪ থেকে ৬ জুন বা মঙ্গল থেকে বৃহস্পতিবার ঈদের ছুটি। এরপর ৭ ও ৮ জুন শুক্র ও শনিবার। লম্বা ছুটির ফাঁদ। এ হিসেবে ৫ জুন ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে টিকিট বিক্রি করা হচ্ছে। অনেকে এর মধ্যে কেবল ৩ জুন ছুটি নিয়ে বাড়ির পথে ৩০ জুনই রওনা করবেন।

সর্বশেষ খবর