শনিবার, ১৮ মে, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তানে শিশুদের এইডস ছড়িয়েছেন চিকিৎসক

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানে শিশুদের শরীরে এইডস ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। মুজাফ্ফর ঘাংঘারো নামের এই চিকিৎসককে এরই মধ্যে আটকও করা হয়েছে। সূত্র : এনডিটিভি, গার্ডিয়ান। প্রাপ্ত খবর অনুযায়ী, যাদের মধ্যে এইডস ছড়ানো হয়েছে তাদের মধ্যে রয়েছে ৪১০ শিশু ও ১০০ প্রাপ্তবয়স্ক। কর্তৃপক্ষ জানায়, পাকিস্তানের লারকানায় গত এপ্রিলে এইচআইভির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। সেখানে মুজাফ্ফর ঘাংঘারো আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন।সিন্ধু প্রদেশের এইডস নিয়ন্ত্রণ প্রকল্পের প্রধান সিকান্দার মেমন বলেন, লারকানা শহরে ১৩ হাজার ৮০০ মানুষের শরীরে এইচআইভি পরীক্ষা করা হলে ভয়াবহ এ তথ্য উঠে আসে। অনুসন্ধান করতে গেলে ১০ বছর বয়সী আলী রেজার মা রেহমাত বিবি জানান, সম্প্রতি আলী যখন জ্বরে আক্রান্ত হয় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। প্যারাসিটামল সিরাপ দিয়ে চিকিৎসক জানান, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যখন  দেখলাম পার্শ্ববর্তী গ্রামের অনেক বাচ্চার শরীরে এইডসের ভাইরাস ধরা পড়ছে এবং তাদের লক্ষণগুলোও অনুরূপ- তখন বিষয়টি বেশ ভাবিয়ে তোলে। পরে পরীক্ষায় আলী রেজার শরীরেও এইডসের ভাইরাস পাওয়ায় যায়। পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ২৩ হাজার এইডস রোগী রয়েছে। তাদের অধিকাংশই আক্রান্ত হয়েছে দূষিত সিরিঞ্জ ব্যবহারের ফলে। আর মুজাফ্ফর ঘাংঘারোও একই উপায়ে লারকানায় এই ভাইরাস ছড়িয়েছেন।

সর্বশেষ খবর