সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

দুই সেতু খুলছে ২৫ মে

নিজস্ব প্রতিবেদক

দুই সেতু খুলছে ২৫ মে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে নবনির্মিত মেঘনা এবং মেঘনা-গোমতী সেতুর উদ্বোধন হবে আগামী ২৫ মে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটির উদ্বোধন করবেন। এই দুই সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মিত তিনটি সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। এর আগে গত মার্চের প্রথম সপ্তাহে কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই তিনটি সেতু নির্মাণ এবং যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলমান যানজট কিছুটা হলেও নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ সহজ ও দ্রুত করতে ২০১৪-১৫ সালে  সরকার শীতলক্ষ্যা, মেঘনা ও মেঘনা-গোমতী নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের জন্য উদ্যোগ নেয়। সরকারের নিজস্ব অর্থায়ন ও জাপান সাহায্য সংস্থা জাইকার অর্থায়নে সেতু তিনটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের জানুয়ারিতে। এরই মধ্যে কাঁচপুরে দ্বিতীয় মেঘনা সেতুর নির্মাণ কাজ শেষে এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বাকি দুই সেতু মেঘনা এবং মেঘনা-গোমতী সেতুর নির্মাণ কাজ এখন প্রায় শেষ। সড়ক ও জনপথ অধিদফতর সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে দাউদকান্দিতে মেঘনা এবং তার কিছু অদূরে মেঘনা-গোমতী নদীর ওপর বিদ্যমান মেঘনা এবং মেঘনা-গোমতী সেতুর পাশেই দ্বিতীয় সেতু নির্মাণ করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ৯৫০ মিটার বা প্রায় এক কিলোমিটার। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে এক হাজার ৭৫০ কোটি টাকা। ১২টি স্প্যানের ওপর নির্মিত সেতুটি চার লেনের। ১৭ দশমিক ৭৫ মিটার প্রস্থের সেতুতে রাখা হয়েছে দেড় মিটার ফুটপাথ। মিডিয়ান আছে শূন্য দশমিক ৬০ মিটার। দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর দৈর্ঘ্য হচ্ছে এক হাজার ৪১০ মিটার বা প্রায় দেড় কিলোমিটার। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে এক হাজার ৯৫০ কোটি টাকা। ১৭টি স্প্যানের ওপর নির্মিত এই সেতুটিও চার লেনের এবং প্রস্থ ১৭ দশমিক ৭৫ মিটার। এটিতেও মিডিয়ান রাখা হয়েছে শূন্য দশমিক ৬০ মিটার এবং ফুটপাথ রাখা হয়েছে দেড় মিটার। এই দুই সেতু নির্মাণে সময় লেগেছে তিন বছর পাঁচ মাস। এদিকে নবনির্মিত দুই সেতু খুলে দেওয়ার পর পুরনো সেতু দুটিতে সংস্কার কাজ শুরু হবে এবং নির্মাণ প্রতিষ্ঠান সেতু দুটির সংস্কার কাজ করবে। বর্তমানে কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর ওপর পুরনো সেতুটির সংস্কার কাজ চলছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর