সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার দুই

নিরাপদ বাহন কুরিয়ার সার্ভিস বিমানে আসে ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কক্সবাজার প্রতিনিধি

রাজধানীর উত্তরার এসএ পরিবহনের অফিস থেকে ইয়াবার চালান গ্রহণ করার সময় মীর কাশেম ও মোরশেদ নামে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৩। এদিকে কক্সবাজারের সেন্টমার্টিনে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে কোস্টগার্ড। সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে শনিবার মধ্যরাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আর গাঁজা উদ্ধার করা হয়েছে সেন্টমার্টিনের ডেইলপাড়া বাজার-সংলগ্ন এলাকা থেকে। জানা গেছে, রাজধানীর উত্তরায় গ্রেফতার দুজনের বাড়ি কক্সবাজারের উখিয়ায়। গ্রেফতার মীর কাশেম জেলা আনসার বাহিনীতে চাকরি করেন। এক লাখ পিস ইয়াবার চালানটি তারা ঝিনুকের তৈরি কানের দুল ও চুলের ক্লিপের আড়ালে ঢাকায় নিয়ে এসেছেন। ঈদ সামনে  রেখে এই চালান আনা হয়। র‌্যাব-৩ অধিনায়ক লে. কর্নেল ইমরানুল হাসান বলেন, ঈদ সামনে রেখে অভিনব কৌশলে তারা ইয়াবার বড় চালানটি ঢাকায় এনেছে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের লাবণী পয়েন্টের কাছে এসএ পরিবহনের অফিসে ঝিনুকের তৈরি কানের দুল ও চুলের ক্লিপের আড়ালে ইয়াবাগুলো একটি নম্বর দিয়ে ঢাকায় পাঠানো হয়। শনিবার বিকালে ওই দুজন বিমানে ঢাকায় আসেন। গতকাল দুপুরে ইয়াবার চালানটি এসএ পরিবহনের উত্তরা অফিস থেকে গ্রহণ করতে গেলে তাদের গ্রেফতার করা হয়। এদিকে কক্সবাজারের সেন্ট মার্টিনে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও ৮০০ গ্রাম গাঁজা  উদ্ধার করেছে কোস্টগার্ড। সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা  থেকে শনিবার মধ্যরাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম জানান, টেকনাফ স্টেশনের কোস্টগার্ডের একটি বিশেষ টহল দল শনিবার মধ্যরাতে সেন্টমার্টিনের  অদূরে সমুদ্রে একটি ট্রলারকে থামার সংকেত দেয়।

ট্রলারটি না থেমে ভাসমান ফ্লোটের দুটি বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মিয়ানমারের সীমানার দিকে পালিয়ে যায়। পরে ফেলে দেওয়া দুটি বস্তা খুলে গণনা করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অন্যদিকে সেন্টমার্টিনের ডেইলপাড়া বাজার-সংলগ্ন এলাকায় একটি পলিথিন ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর