সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

নাইকো মামলায় খালেদার অনুপস্থিতিতে পিছিয়েছে শুনানি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। শুনানির নতুন তারিখ দেওয়া হয়েছে ৩০ মে। গতকাল মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক থাকলেও আসামি খালেদা জিয়া বিএসএমএমইউতে চিকিৎসাধীন থাকায় তাকে হাজির করা হয়নি। তাই ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী এজলাসে বিশেষ জজ-৯ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান শুনানি পিছিয়ে দেন।

খালেদার আইনজীবীরা আদালতে বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় শুনানিতে হাজির হওয়া তার পক্ষে সম্ভব নয়। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩০ মে দিন ঠিক করেন। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে ২০০৭ সালে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক।

সর্বশেষ খবর