সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা
কৃষি সংবাদ

বগুড়ার চরে ভুট্টার বাম্পার ফলন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার চরে ভুট্টার বাম্পার ফলন

বগুড়ার চরে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ফলন ঘরে তুলতে শুরু করেছে চরের চাষিরা। ঈদের আগে ঈদের আনন্দ লেগেছে চরের ভুট্টাচাষিদের ঘরে। বগুড়ার সারিয়াকান্দিতে চলতি মৌসুমে চরাঞ্চলে ভুট্টাচাষে ব্যাপক সফলতা এসেছে। সেই সঙ্গে ভুট্টার দাম ভালো পাওয়ায় চাষিদের মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে। সারিয়াকান্দি উপজেলার ভুট্টাচাষিদের সঙ্গে কখা বলে জানা যায়, যমুনা ও বাঙ্গালী নদীর চরে বছরের পর বছর অনেক জমি পতিত পড়ে থাকে। এসব পতিত জমিতে তেমন কোনো ফসলের চাষ করা যায় না। কিন্তু  ওইসব জমিতে ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা থাকায় চলতি মৌসুমে ভুট্টা চাষে আগ্রহী হয়ে ওঠেন চাষিরা।

উপজেলার শিমুরতাইড় চরের কৃষক মকবুল হোসেন জানান, তিনি এবার প্রায় ৩ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন। ওই জমি থেকে প্রায় ২ লাখ টাকার ভুট্টা বিক্রি করেছেন। চরদলিকা চরের মাহফুজার রহমান ডাবলু জানান, তিনি ৯ বিঘা জমিতে এ বছর ভুট্টা করেছিলেন। প্রতি বিঘায় খরচ হয়েছে ৫-৬ হাজার টাকা। প্রতি বিঘায় ভুট্টা পাওয়া গেছে ৩৫/৪০ মণ। বাজারে প্রতি মণ ভুট্টা ৬০০-৬৫০ টাকা দরে বিক্রয় হয়ে থাকে। সারিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, সারিয়াকান্দিতে ২৫১৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধাণ করা হয়েছে। ডিসেম্বর মাসে বীজ বপন করার পর এপ্রিল মাসের শেষের দিকে ভুট্টা ঘরে তোলা পর্যন্ত অনুকূল আবহাওয়া ছিল। চরাঞ্চলের পড়ে থাকা জমিতে বীজ বপনের পর থেকেই গাছ তরতর করে বেড়ে উঠতে থাকে। প্রতিটি গাছে কমপক্ষে ১৫/২০টি করে ভুট্টার কলা ধরে। ভুট্টাচাষিরা গড়ে ৬০০ টাকা মণ দরে বিক্রি করে। চরের কোনো কোনো কৃষক এককভাবে ১৫/২০ বিঘা পর্যন্ত জমিতে ভুট্টা চাষ করেন। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, ২০১৮ সালে  জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ১৫০ হেক্টর। সে বছর ফলন পাওয়া যায় ১ লাখ ১৫ হাজার ৬ মেট্রিক টন। চলতি মৌসুমেও সমপরিমাণ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। হেক্টরপ্রতি ফলন ধরা হয়েছে ৮.৭৫ মেট্রিক টন। প্রতি বিঘায় ফলন পাওয়া যায় ২৮ থেকে ৩০ মণ। উন্নতজাত হলে এ ফলন বৃদ্ধি পেয়ে থাকে।

সর্বশেষ খবর