মঙ্গলবার, ২১ মে, ২০১৯ ০০:০০ টা
শ্রমিকদের মজুরি নেই

পাহাড়সম পাটপণ্য অবিক্রীত!

সামছুজ্জামান শাহীন, খুলনা

লোকসানের বেড়াজালে আটকে গেছে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। আর্থিক সংকটে একদিকে শ্রমিকদের মজুরি দিতে পারছে না, অন্যদিকে বিদেশে চাহিদা না থাকায় অবিক্রীত পড়ে আছে প্রায় ৩৫০ কোটি টাকার উৎপাদিত পাটপণ্য। পাশাপাশি বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে চলছে শ্রমিকদের টানা ধর্মঘট, অবরোধ। সব মিলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকগুলোয়।

২০১৭-১৮ অর্থবছরে পাটকলগুলো লোকসান গুনেছে ৪৬৬ কোটি টাকা। চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে প্রায় ৩৯৫ কোটি টাকা লোকসান হয়েছে। পাটকলে লোকসানের জন্য শ্রমিকের অতিরিক্ত মজুরি ও বেশি উৎপাদন ব্যয়কে দায়ী করেন বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) কর্মকর্তারা। তবে শ্রমিকের মজুরি নয় বরং কাঁচা পাট কেনায় অনিয়মকেই দায়ী করছেন পাটকল শ্রমিক-কর্মকর্তারা। খুলনার ক্রিসেন্ট জুট মিলের মহাব্যবস্থাপক গাজী শাহাদাৎ হোসেন বলেন, ‘অর্থের অভাবে সময়মতো কাঁচা পাট কেনা যায় না। জুলাইয়ে পাটের ভরা মৌসুমে মণপ্রতি কাঁচা পাটের দাম থাকে ১২০০-১৫০০ টাকা। অক্টোবর-নভেম্বরে এ পাট ২০০০ টাকা মণ দরে কিনতে হয়। শুধু মৌসুমে কাঁচা পাট কিনতে পারলে পাটকলগুলোয় ৩০০ কোটি টাকার লোকসান কমানো যায়।’ পাটকল শ্রমিক লীগ খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন জানান, ‘শ্রমিকদের জন্য পাটকলে লোকসান হয় না। যাদের পাটকল সম্পর্কে ন্যূনতম ধারণা নেই, তাদের অব্যবস্থাপনার কারণে লোকসান বাড়ে।’ তিনি বলেন, ‘শ্রমিকরা রুজি-রুটির জন্য মিলে কাজ করে। সপ্তাহ শেষে মজুরি দিয়ে সংসার চালায়। অথচ গত ১২ সপ্তাহ শ্রমিকদের মজুরি দেওয়া হয়নি। অর্ধাহারে-অনাহারে থাকা শ্রমিক পরিবারের কারও ঘরে চাল নেই।’

এদিকে ৯ দফা আদায়ে ২২ মে থেকে খুলনার ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। একইসঙ্গে টানা ধর্মঘট অব্যাহত থাকবে।

বিজেএমসির খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘খুলনার ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলে সব মিলিয়ে বকেয়া পাওনার পরিমাণ প্রায় ৫৮ কোটি টাকা। পাটকলগুলোয় বর্তমানে প্রায় ৩২৫ কোটি টাকার উৎপাদিত পাটজাত পণ্য অবিক্রীত রয়েছে।’ তিনি বলেন, ‘সরকারি পাটকলে উৎপাদন খরচ বেশি, যন্ত্রপাতি পুরনো এবং বেসরকারি খাতের তুলনায় শ্রমিকের মজুরি বেশি। লোকসানের কারণে শ্রমিকদের মজুরি দিতে পারে না পাটকলগুলো।’

সর্বশেষ খবর