মঙ্গলবার, ২১ মে, ২০১৯ ০০:০০ টা

তিন বন্দুকযুদ্ধে চারজন নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ তিন স্থানের কথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীতে দুজন, চট্টগ্রামে একজন ও কুমিল্লায় একজন রয়েছেন।

রাজধানীর ঘটনা সম্পর্কে জানা গেছে, হাজারীবাগে চা-বোঝাই কাভার্ড ভ্যান ছিনতাইকারী চক্রের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্যও। রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধসংলগ্ন মধু সিটির সামনে এ ঘটনা ঘটে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতরা হলেন মনির (৪৫) ও গিয়াস (৩৩)। তারা দুজনই পেশাদার গাড়িচালক। এ পেশার আড়ালে তারা ছিনতাইকারী চক্রের সঙ্গে কাজ করে আসছিলেন বলে র‌্যাব কর্মকর্তাদের দাবি। জানা গেছে, চার-পাঁচ দিন আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইস্পাহানি কোম্পানির চা-বোঝাই কাভার্ড ভ্যান ছিনতাই হয়ে যায়। এ ছাড়া রক্সি পেইন্টসের একটি রংভর্তি গাড়িও ছিনতাই হয় বলে অভিযোগ পায় র‌্যাব। এর পরই তদন্তে নামে তারা। এর মধ্যে খবর আসে, ছিনতাইকারীরা চা-বোঝাই কাভার্ড ভ্যানটি নিয়ে ঢাকা আসছে লালবাগে বিক্রি করার জন্য। ঢাকায় আসার সময় রাজধানীর বসিলার চেকপোস্টে কাভার্ড ভ্যানটি থামাতে বলেন র‌্যাব সদস্যরা। তবু তা থামেনি। পরে হাজারীবাগের চেকপোস্টের কাছে গেলে মধু সিটির সামনে র‌্যাব সদস্যরা ভ্যানটি থামানোর চেষ্টা করলে ভ্যানটি একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। এরপর ভ্যানে থাকা ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে চালক ও হেলপার গুলিবিদ্ধ হন এবং আরও কয়েকজন পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৯ টন চা পাতাসহ হাইজ্যাক করা কাভার্ড ভ্যান, ছিনতাইকারী চক্রের ব্যবহৃত বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো আরও খবর- চট্টগ্রাম : চট্টগ্রাম নগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনসুর (৪২) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে পোলো গ্রাউন্ড মাঠসংলগ্ন এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক (এলজি) উদ্ধার করা হয়েছে। কুমিল্লা : কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ী সীমান্তে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে বিজিবি জানিয়েছে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. সেলিম (৪৫)। তিনি গোলাবাড়ী গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

সর্বশেষ খবর