বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

সময়ের আগে আসা ৪০০ মণ আম ধ্বংস করল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ফলের আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কার্বাইড দিয়ে পাকানো আম ধ্বংস করেছে র‌্যাব। গতকাল সকালে যাত্রাবাড়ীতে বিএসটিআই ও কৃষি অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪০০ মণ আম ধ্বংস করা হয়। একই সঙ্গে তিন ব্যবসায়ী ও ৯ প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।  র‌্যাব বলছে, ল্যাংড়া আম ৬ জুন এবং হিমসাগর চলতি মাসের ২৮ তারিখ পাড়ার কথা। এরপর তা ঢাকায় আনার কথা। এমন নির্দেশনা ছিল রাজশাহীর জেলা প্রশাসনের। এ ছাড়া সাতক্ষীরার ল্যাংড়া ৬ জুনের পর বাজারে আসার কথা। কিন্তু নির্ধারিত সময়ের আগে হিমাসগর ও ল্যাংড়া আম ঢাকায় পাওয়া যায়। প্রতিশ্রুতি দিয়েও তার আগে অপরিপক্ব আম কার্বাইড দিয়ে পাকিয়ে বাজারে তোলেন ব্যবসায়ীরা। অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, বাজারে এখন শুধু গুটিআম থাকার কথা। ব্যবসায়ীরা ক্যালসিয়াম কার্বাইড মিশিয়ে অপরিপক্ব হিমসাগর আমকে পরিপক্ব করে তুলছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে। গতকাল বাজারে নির্ধারিত সময়ের ১৫ দিন আগে হিমসাগর দেখা যায়। এদিকে ল্যাংড়া আসতে আরও আট দিন বাকি। অভিযানে র‌্যাবের সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বিএসটিআইয়ের প্রতিনিধিরা। তারা জানান, ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে আমগুলো পাকানো হয়েছে। তাদের মতামত পেয়েই ৪০০ মণ আম জব্দ করা হয়। পরে একটি পিকআপ ভ্যানের চাকার নিচে পিষ্ট করা হয় আমগুলো।

সর্বশেষ খবর