শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

নিখোঁজের চার মাস পর ফিরলেন যুবলীগ নেতা

নাটোর প্রতিনিধি

নাটোরের যুবলীগ নেতা জামিল হোসেন মিলন নিখোঁজের ৩ মাস ২৩ দিন পর বাড়ি ফিরে এসেছেন। মিলনের ফিরে আসার খবরে এলাকায় আনন্দ বিরাজ করছে। এক নজর দেখতে আত্মীয়সজন, রাজনৈতিক সহকর্মীসহ শত শত উৎসুক জনতা তার বাড়িতে ভিড় করছেন। গতকাল ভোরে তিনি বাড়ি ফেরেন। মিলন শহরতলির তালতলা হাফরাস্তা (নান্নুর মোড়) এলাকার এমদাদুল হক মিয়াজির ছেলে। তিনি জেলা যুবলীগের প্রস্তাবিত সাংগঠনিক স¤পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সদ্য অনুষ্ঠিত সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। একটি সূত্র জানায়, গতকাল ভোরে তাকে একটি হাইস গাড়িতে করে নামিয়ে দিয়ে যায়। মিলন উৎসুক জনতার সঙ্গে কুশলবিনিময় ও সাক্ষাৎ করলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। মিলনের বড় খালা লুৎফুন্নেছা ও মামি ফাতেমা বেগম জানান, ভোরে তিনি বাড়ি ফিরেছেন। তার শরীর ভালো না। তবে মিলন এতদিন কোথায় ছিলেন, কে বা কারা তাকে নিয়ে গিয়েছিল সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি। গত ৩১ জানুয়ারি র‌্যাব পরিচয়ে সাদা পোশাকে মিলনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। মিলনকে অপহরণ করার অভিযোগ তুলে এবং তার সন্ধান দাবিতে সপ্তাহব্যাপী সড়ক অবরোধ ও হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। তার বাবা এমদাদুল হক মিয়াজি বলেন, ৩১ জানুয়ারি সাদা পোশাকে কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তার ছেলেকে তুলে নিয়ে যান। বুধবার রাতে বাড়ির পাশে কে বা কারা তাকে রেখে যায়। পরে ভোরের দিকে মিলন হেঁটে বাসায় ফেরে। মিয়াজী তার ছেলেকে কারা তিন মাস ২৩ দিন বন্দি করে রাখল সে বিষয়ে অনুসন্ধানের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। এ ব্যাপারে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, মিলনের বাড়ি ফিরে আসার বিষয়টি শুনেছি। যেহেতু এ ব্যাপারে একটি অভিযোগ মামলায় রূপান্তর হয়, তাই মিলনকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর